![]() |
| What's app stopping |
৩১ মার্চের পরে যে সব ব্র্যান্ডের মোবাইলে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। যার মধ্যে রয়েছে শাওমি, স্যামসাং, হুয়াওয়ে, মটোরোলা, এলজি এর মতো স্মার্টফোন ব্র্যান্ড এর তালিকা।
আমাদের দেশে হোয়াটসঅ্যাপ চালায় না এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য। শুধু আমাদের দেশের কথা বললেই হবে না পুরো পৃথিবীর কথা বলতে হবে। হোয়াটসঅ্যাপ পুরো পৃথিবীর মানুষের কাছেই খুব জনপ্রিয় একটি যোগাযোগ করার মাধ্যম। বিশ্বের প্রায় সব দেশের মানুষেরাই এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। কিন্তু হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের কাছে একটি সতর্কবাণী প্রচার করেছেন। যা প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জানা খুবই প্রয়োজন।
Read also: VIVO Y33s IS COMING TO BANGLADESH MARKET IN 28 …
তো কি সেই সতর্কবাণী? হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে যে, ৩১ মার্চের পর থেকে কিছু মডেলের স্মার্ট ফোনে হোয়াটসঅ্যাপ আর চালানো যাবে না। অর্থাৎ ঐ সব মডেলের ফোনের জন্য হোয়াটসঅ্যাপ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সম্প্রতি নতুন আপডেট প্রচার করেছে। নতুন আপডেটে এই কথাই বলা হয়েছে। আরো বলা হয়েছে যে, ব্যবহারকারীরা যাতে চ্যাটের ব্যাকআপ নিয়ে রাখেন। না হলে পুরনো চ্যাট হারিয়ে যাবে।
হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে একটি ব্লগ প্রকাশিত হয়েছে সেই ব্লগে অ্যান্ড্রয়েড, আইওএস এর কিছু স্মার্ট ফোনের মডেল দেয়া হয়েছে যে স্মার্টফোন মডেলে হোয়াটসঅ্যাপ আর চলবে না।
তো চলুন জেনে আসি হোয়াটসঅ্যাপ কোন মডেলের মোবাইলে বা কোন অ্যান্ড্রয়েড ভার্সন এ চলবে না:
অ্যান্ড্রয়েড ফোনে : অ্যান্ড্রয়েড ৪.১ পুরনো ভার্সন ব্যবহারকারীরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্সন ৪.১ এর উপরে হতে হবে।
Read also: When Realme GT 2 Pro will officially launch in Bangladesh market …
আইওএস এ: এখন থেকে আইওএস ফোনে হোয়াটসঅ্যাপ চালাতে হলে সর্বনিম্ন আইওএস ভার্সন ১০ প্রয়োজন হবে। এর নিচে হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব নয়।
কাইওএস এ: যদি আপনি কাইওএস ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ চালাতে হলে সর্বনিম্ন কাইওএস ভার্সন ২.৫ এর প্রয়োজন হবে। এর নিচের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
এছাড়াও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ব্র্যান্ড অনুযায়ী একটি তালিকা প্রকাশ করেছেন
Motorola Brand : Motorola Droid Razr
LG Brand: LG Optimus F7, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5 II, Optimus L5 II Dual, Optimus L3 II, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, LG Enact, Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II , Optimus L2 II and Optimus F3Q
Huawei Brand: Huawei Ascend D, Quad XL, Ascend D1, Quad XL and Ascend P1 S
Read also: অ্যাপল লঞ্চ করতে যাচ্ছে IPhone SE 3 অ্যাপলের সবচেয়ে কম দামি ফোন …
Xiaomi Brand: Xiaomi HongMi, Mi2a, Mi2s, Redmi Note 4G and HongMi 1s
Samsung Brand: Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Xcover 2 and Galaxy Core
এই ব্র্যান্ডের স্মার্টফোনের এই মডেল গুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। যা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন।
এই মডেল গুলোর মধ্যে একটি মডেল যদি আপনার স্মার্টফোনের হয় তাহলে আপনিও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে অন্য আরেকটি ফোন ব্যবহার করতে হবে।
তথ্যসূত্র:
techzoom.tv
Keywords:
whatsApp will Stop functioning On these phones come march 31,
mobile phones that will stop using whatsApp as of march 31, what's app, what's app will stop, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে,
