আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

VIVO Y33s IS COMING TO BANGLADESH MARKET IN 28 MARCH | চলতি বছরের 28 মার্চ বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে VIVO Y33s - মায়াবী জগত

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড VIVO তাদের নতুন আরেকটি মডেলের স্মার্টফোন আনতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে এই স্মার্টফোনটি চলতি বছরের ২৮ মার্চ লঞ্চ হবে।
Vivo Y33S

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড VIVO তাদের নতুন আরেকটি মডেলের স্মার্টফোন আনতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে এই স্মার্টফোনটি চলতি বছরের ২৮ মার্চ লঞ্চ হবে। 


যুবকদের আকর্ষণের কমতি নেই এই Y সিরিজের স্মার্টফোন গুলোতে। এতে থাকবে অসাধারণ ফটোগ্রাফির জন্য শক্তিশালী ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি ও এক্সটেন্ডেড RAM 2.0 


এই স্মার্টফোনটিতে থাকবে 50 MP এর মেইন ক্যামেরা। যার সাথে থাকবে আরো দুটি সহকারি ক্যামেরা। যারা ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। 


Read also: বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি - mayabee jagat - মায়াবী জগত


পেছনের ক্যামেরা শেপগুলো থাকবে অসাধারণ ডিজাইনের। যা ফোনটিকে আরো মার্জিত ও প্রিমিয়াম লুক দিবে। 


এছাড়াও থাকবে 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি যাকে চার্জ দেওয়ার জন্য থাকবে 18 W এর চার্জার।


Read also: ১০ টি আজব ও মজাদার ফ্যাক্টস যা হয়তো আপনি কখনোই শুনেননি - মায়াবী জগত


শক্তিশালী এক্সটেন্ডেড RAM 2.0 বৈশিষ্ট্যটি অ্যাপগুলো মধ্যে বিরামহীন সুইচ করতে সহায়তা করবে । জানা গেছে যে এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট এ আসতে পারে যা হলো মিরর ব্ল্যাক ও স্টারি গোল্ড।

যেহেতু এই স্মার্টফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি। তাই এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া সম্ভব হয়নি। ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে এর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ। 


তথ্যসূত্র:

unb.com.bd


Keywords:

vivo y33s price in bangladesh, vivo y33s price in bangladesh 2022, vivo y33s 5g price in bangladesh, vivo y33, vivo y33s launch in bangladesh, vivo y33s launch date

একটি মন্তব্য পোস্ট করুন