আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

When Realme GT 2 Pro will officially launch in Bangladesh market? What is the specifications of Realme GT 2 Pro!- Mayabee jagat

আগামী 7 এপ্রিল 2022 এ ভারতের মার্কেটে Realme GT 2 Pro লঞ্চ হতে যাচ্ছে। জেনে নিন এর বিশেষত্ব ও Specification ক্যামেরা কোয়ালিটি কেমন ও প্রসেসর কোনটি..
Realme GT 2 Pro

আগামী 7 এপ্রিল 2022 এ ভারতের মার্কেটে Realme GT 2 Pro লঞ্চ হতে যাচ্ছে। জেনে নিন এর বিশেষত্ব ও Specification  ক্যামেরা কোয়ালিটি কেমন ও প্রসেসর কোনটি রয়েছে এবং বাংলাদেশে কবে অফিশিয়ালি লঞ্চ হবে!


চলতি বছরের জানুয়ারি মাসে Realme GT 2 এর পাশাপাশি Realme GT 2 Pro চায়নার মার্কেটে লঞ্চ করা হয়েছিল। দুটি ফোনই গত মাসে বার্সেলোনায় MWC 2022-এ বিশ্ব বাজারের জন্য উন্মোচন করা হয়েছিল। 

তো চলুন এবার জেনে আসি কি কি স্পেসিফিকেশন রয়েছে এই ফোনে-


ওজন(Weight): এর ওজন ১৮৯/১৯০ গ্রাম 


ডিজাইনের কথা বললে ডিজাইন প্রায় Realme GT Master Edition এর মতো। অর্থাৎ ডিজাইন কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। 


ডিসপ্লে (Display): এর ডিসপ্লে সাইজ ৬.৭" ইঞ্চি 

                           ডিসপ্লে টাইপ LTPO2

                           AMOLED. রেজোলিউশন (     

                           1440 x 3216 pixels) .    

                           রিয়েলমি দাবি করছে এর  

                           ডিসপ্লে "Corning Gorilla 

                           Glass Victus" দিয়ে 

                           সুরক্ষিত। আর 120 Hz 

                           রিফ্রেশ রেট এর ।


REALME GT 2 PRO অ্যান্ড্রয়েড 12 এবং UI 3.0 অপারেটিং সিস্টেমের। 

এর প্রসেসরে রয়েছে  Qualcomm SM8450 Snapdragon 8 Gen 1 (4 nm) এর চিপসেট। যা একটি অক্টা কোর প্রসেসর। এর জিপিইউ সেকশনে রয়েছে Adreno 730। 


REALME GT 2 PRO এর চারটি ভেরিয়েন্ট রয়েছে। 8/128, 8/256, 12/256, 12/512 এর RAM/ ROM


এর ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেল এর মেইন দুইটি ক্যামেরা। ‌ যার মধ্যে রয়েছে 50 মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 3 মেগা পিক্সেলের মাইক্রোস্কোপিক ক্যামেরা। অর্থাৎ ক্যামেরা সেকশনে এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলেই ধারণা করা হচ্ছে। তাছাড়াও ভিডিও কোয়ালিটির কথা বললে এই ফোন দিয়ে ‌8K, 4K‌ 30/60fps, 1080p 30/60/240fps পর্যন্ত ভিডিও করা যাবে। 

সেলফি ক্যামেরায় রয়েছে 32 মেগা পিক্সেলের একটি ক্যামেরা। যা দিয়ে 1080P রেজুলেশন এ 30 fps এ ভিডিও করা যাবে। 


LAUNCH DATE : এটি 7 এপ্রিল 2022 এ ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে । তো যেহেতু এটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে তো ধারনা করা যাচ্ছে যে খুব শিগগিরই এটি বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হতে পারে। তবে এটি কনফার্ম কোনো নিউজ না। তবে কনফার্ম নিউজ এটাই যে আগামী 7 এপ্রিল ইন্ডিয়ায় REALME GT 2 PRO অফিশিয়ালি লঞ্চ হতে যাচ্ছে। 


তথ্যসূত্র:

gadgets360.com

gsmarena.com


Keywords:

Realme GT Neo 2, Realme GT 2 Pro specifications, Realme 9 Pro price in Bangladesh, Realme GT 5G price in Bangladesh, Realme GT Pro price in Bangladesh 2021, Huawei GT2 price in Bangladesh, Realme GT Neo 3 Price in Bangladesh, Realme GT 2 Pro launched in India, রিয়েলমি GT 2 বাংলাদেশ কবে লঞ্চ হবে, রিয়েলমি জিটি 2 তে কি কি আছে,  Realme GT 2 বাংলাদেশে

একটি মন্তব্য পোস্ট করুন