![]() |
| Iphone se 3 |
অ্যাপলের সবচেয়ে কম দামি ফোন Iphone SE 3 । চলতি বছরের এপ্রিলে 9 তারিখে ভারতে লঞ্চ হতে যাচ্ছে এই ফোনটি। ধারণা করা হচ্ছে যে iOS v14 অপারেটিং সিস্টেম নিয়ে আসতে যাচ্ছে এই ফোনটি।
অ্যাপল লঞ্চ করতে যাচ্ছে APPLE IPHONE SE 3 যা অ্যাপলের সবচেয়ে কম দামি নতুন ফোন হিসেবে বাজারে আসতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে যে, চলতি বছরের এপ্রিলের ৯ তারিখে ভারতে এই ফোনটি ৪৫,৯৯০ টাকায় আনঅফিসিয়ালি লঞ্চ হবে।
ফোনটি 1080 x 2340 পিক্সেলের রেজোলিউশন সহ একটি দুর্দান্ত 6.0 ইঞ্চি (15.24 সেমি) ডিসপ্লের সাথে আসবে।
ভিডিও দেখা, হাই গ্রাফিক্স গেম খেলা বা ওয়েব ব্রাউজিং করার সময় মোবাইলটি দ্রুত এবং ল্যাগ-মুক্ত পারফরম্যান্স নিশ্চিত করবে কারণ এটি Hexa Core (3.1 GHz, Dual core, Firestorm + 1.8 GHz, Quad core, Icestorm) দিয়ে সজ্জিত। প্রসেসর এটি ছাড়াও, আসন্ন মোবাইল ফোনটি 3 জিবি র্যামের সাথে আসবে যাতে আপনি কোনও বাধা ছাড়াই একাধিক অ্যাপের মধ্যে স্যুইচ করতে পারবেন। এবং, এটি 64 GB অভ্যন্তরীণ স্টোরেজ সহ আসতে পারে যাতে আপনি স্থানের সীমাবদ্ধতার বিষয়ে চিন্তা না করে আপনার সমস্ত গান, ভিডিও, গেম এবং আরও অনেক কিছু ফোনে সংরক্ষণ করতে পারেন।
Read also: One month of war in Ukraine | ইউক্রেনে যুদ্ধের এক মাস - মায়াবী জগত
অ্যাপলের এই আসন্ন মোবাইলটি iOS v14 অপারেটিং সিস্টেম দিয়ে আসার কথা আছে। এবং, ব্যাটারি হিসেবে থাকবে 2821 mAh এর পাওয়ারফুল ব্যাটারি। যার মাধ্যমে আপনি দীর্ঘক্ষন ধরে গেমস খেলতে পারবেন বা ভিডিও দেখতে পারবেন।
Read also: বাসে অথবা যে কোন গাড়িতে উঠলে বমি হয় কেন? এর কারণ কি? - মায়াবী জগত।
ফোনটির ক্যামেরা সেকশনেও রয়েছে চমক। ফোনের পিছনে দুইটি 12MP+ 12MP এর ক্যামেরা থাকবে। যার মাধ্যমে এক ক্লিকে আপনি দারুন ছবি তুলতে পারবেন। পিছনের ক্যামেরা সেটআপের বৈশিষ্ট্যগুলির মধ্যে থাকতে পারে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস। এছাড়াও, আপনি কিছু আশ্চর্যজনক সেলফি ক্লিক করতে এবং ভিডিও কল করতে সক্ষম হবেন কারণ Apple iPhone SE 3 একটি 12 এমপি ফ্রন্ট ক্যামেরা সহ আসবে বলে আশা করা হচ্ছে।
Read also: ১০ টি আজব ও মজাদার ফ্যাক্টস যা হয়তো আপনি কখনোই শুনেননি - মায়াবী জগত
ভারতে Apple iPhone SE 3 স্মার্টফোনের দাম 45,990 টাকা হতে পারে। Apple iPhone SE 3 ভারতে 9 এপ্রিল, 2022-এ লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে (আন অফিশিয়ালি)।
ভারতে এই স্মার্টফোনটি লঞ্চ হলেই এর আকর্ষণীয় ফিচার সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানা সম্ভব হবে। যেহেতু এটিএম ভারতে লঞ্চ হবে বলে ধারণা করা হচ্ছে তাই বাংলাদেশেও আনঅফিসিয়ালি লঞ্চ হওয়ার সম্ভাবনা প্রচুর।
তথ্যসূত্র:
gadgetsnow.com
Keywords:
iphone se 3 2022 price in bangladesh, iphone se 3 2022, iphone se 3 release date, iphone se 3
