আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

অফিশিয়ালি লঞ্চ হতে চলেছে Poco F4 5G | Snapdragon 870 | 67W Charger | অফিশিয়ালি লঞ্চ হতে তৈরি Poco F4 5G The Poco F4 5G is about to be officially launched- মায়াবী জগত

শাওমির সাব ব্র্যান্ড Poco এর অধীনে আসতে চলেছে Poco F4 5G। যাতে থাকবে Snapdragon 870 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং 67W চার্জার।
Poco F4 5G

শাওমির সাব ব্র্যান্ড Poco এর অধীনে আসতে চলেছে Poco F4 5G। যাতে থাকবে Snapdragon 870 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর এবং 67W চার্জার। 


গুঞ্জন শোনা যাচ্ছে যে , Poco F4 5G বাংলাদেশের মার্কেটে অফিশিয়ালি লঞ্চ হবে। কিন্তু এর আগে এই স্মার্টফোনটি বিশ্ববাজারে ভিন্ন নামে রিব্র্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটি বিভিন্ন সার্টিফিকেশন পোর্টালে হাজির হয়েছে। জানা গেছে যে, Poco F4 5G এনবিটিসির ডেটাবেসে স্পট করা হয়েছে। এটি প্রকাশ করেছে মাইস্মার্টপ্রাইস। এর মডেল নম্বর দেয়া হয়েছে 2202121RG. জানা গেছে যে সর্বপ্রথম একটি চীনে মেনুফেকচারিং হবে। 


Read more: VIVO Y33s IS COMING TO BANGLADESH MARKET IN 28 …


অর্থাৎ পোকোর এই স্মার্টফোনটি সর্বপ্রথম তাদের হোম মার্কেট চীনে লঞ্চ হবে এবং পরবর্তীতে ভারতসহ অন্যান্য দেশে লঞ্চ হওয়া শুরু করবে। অর্থাৎ বাংলাদেশেও খুব শীঘ্রই লঞ্চ হবে। তবে এটি ভিন্ন নামেও লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। Poco F4 5G স্মার্টফোনটিতে রয়েছে Snapdragon 870 এর পাওয়ারফুল গেমিং প্রসেসর। ধারণা করা হচ্ছে এই প্রসেসরটি Adreno 650 জিপিইউ সহ হবে। RAM থাকবে 8 GB ও অপারেটিং সিস্টেম হবে Android 12.

 

Read more: When Realme GT 2 Pro will officially launch in Bangladesh market …


ক্যামেরা সেকশনের কথা বললে এতে 50 মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকবে এবং আরো থাকবে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সিস্টেম। ব্যাটারি হবে 4000mAh. এবং স্টোরেজ হিসেবে থাকবে 128 GB/ 256 GB এর দুইটি ভেরিয়েন্ট। 


তথ্যসূত্র:

techgup.com


Keywords:

poco f4 5g, poco f4 5g launching in china, specifications of poco f4 5g, poco f4 5g will launch in bangladesh, পোকো f4 5g বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ হবে

একটি মন্তব্য পোস্ট করুন