আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

যে কারণে ১২ মেগাপিক্সেল এর ক্যামেরা ৪৮ মেগা পিক্সেল এর ক্যামেরা থেকে বেশি ভালো | That's Why a 12-Megapixel Camera is Better Than a 48-Megapixel Camera | মায়াবী জগত

১২ মেগাপিক্সেল এর ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এর ক্যামেরা থেকে বেশি ভালো মানের ছবি দিতে পারে। কারন একটি ফোনের ক্যামেরার বৈশিষ্ট্য মেগাপিক্সেল দ্বারা...
Megapixel

১২ মেগাপিক্সেল এর ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল এর ক্যামেরা থেকে বেশি ভালো মানের ছবি দিতে পারে। কারন একটি ফোনের ক্যামেরার বৈশিষ্ট্য মেগাপিক্সেল দ্বারা প্রকাশ করা যায় না। একটি ফোনের ক্যামেরার বৈশিষ্ট্য সেই ফোনের সফটওয়্যার, সেন্সর, লেন্স এই বিষয়গুলোর ওপর নির্ভর করে।


ফোন কেনার সময় আমরা সকলেই ফোনের একটা বিশেষ বৈশিষ্ট লক্ষ্য করি। তা হচ্ছে ফোনের Camera। Camera এর কথা বললে মোবাইল কোম্পানিগুলো আমাদেরকে সব সময় মেগাপিক্সেল নামক একক দ্বারা আকৃষ্ট করেছে। তারা এরকম দাবি করে যেমন: ১৬,০০০ টাকায় ৬৪ মেগাপিক্সেল এর ক্যামেরা পাচ্ছেন, ১২,০০০ টাকায় ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা পাচ্ছেন। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি যে, একটি ফোনের দাম ৪০,০০০ টাকা আর এতে রয়েছে ১২ মেগা পিক্সেল এর ক্যামেরা। আর ১২,০০০ টাকার একটি ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

 তাহলে হয়তো আপনারা সকলেই ভাববেন যে, মাত্র ১২ হাজার টাকায় কম্পানি এতো ভালো মানের ক্যামেরা কিভাবে দিচ্ছে? সেই প্রশ্নটা হয়তো আপনার সকলের মাথায় এখন ঘুরপাক খাচ্ছে। মোবাইল কোম্পানি কি এতো ভালো মানের ক্যামেরা এতো কম দামে আমাদেরকে দিয়ে দিচ্ছে? তো আমি একটা কথা বলবো যে, মোবাইল কোম্পানিগুলো এতটাও বোকা নয়। তারা মানুষের মনে মেগাপিক্সেল বিষয়টাকে ঢুকিয়ে দিয়েছে। যার ফলে মানুষরা এটাই ভাবে যে মেগাপিক্সেল বেশি হলেই ফোনের ক্যামেরা ভালো হয়। কিন্তু যারা স্মার্ট, যারা মোবাইল সম্পর্কে ভালো বোঝে তারা মেগাপিক্সেলের ব্যাপারটাকে এতো গুরুত্ব দেয় না। 

আইফোনের ১২ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা যদি আমরা নেই , আর তার সাথে যদি অন্য কোন কোম্পানির ৬৪ মেগাপিক্সেল এর কোন ক্যামেরা কে তুলনা করি তাহলে ১২ মেগাপিক্সেল এর কাছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ধারেকাছেও আসবেনা। 


Read also: পাগল বিজ্ঞানীদের কিছু পাগলামির ঘটনা | mayabee jagat - মায়াবী জগত


একটি ক্যামেরার বিশেষত্ব তার Resolution, shadows, sharpness ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে না। বরং একটি ক্যামেরার বিশেষত্ব তার লেন্স, সেন্সর, সফটওয়্যার এগুলো বিষয়ের উপর নির্ভর করে। স্যামসাং, আইফোন, গুগোল পিক্সেল এসব ফোন গুলো খুব কম মেগাপিক্সেলের ক্যামেরা তৈরি করলেও তারা ফোনের লেন্স, সেন্সর, সফটওয়্যার এগুলো বিষয়ের উপর বেশি নজর দেয়। যার ফলে তাদের ক্যামেরার কোয়ালিটি অন্য সব ফোনের ক্যামেরা কোয়ালিটি থেকে অনেকগুণ ভালো হয়। 

কম দামি ফোন কিন্তু অনেক বেশি মেগাপিক্সেল ক্যামেরা আর বেশি দামের ফোন কিন্তু অনেক কম মেগাপিক্সেলের ক্যামেরার সাথে তুলনা করলে দেখা যাবে যে, কম মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি ওই বেশি মেগাপিক্সেল ক্যামেরার কোয়ালিটি থেকে অনেকগুণ ভালো। 


তো এরকম কেন হয়?

একটি ফোনের সব কিছুই নির্ভর করে তার সফটওয়্যার এর ওপর। একটি ফোনের সফটওয়্যার ঐ ফোন এর যাবতীয় সব কিছুর কোয়ালিটির উপর নির্ভর করে। আইফোন অনেক ভালোমানের সফটওয়্যার ব্যবহার করে বলেই তাদের ক্যামেরার কোয়ালিটিও এতো ভালো হয়। কিন্তু অন্যান্য ফোন কম দামি হয়েও বেশি মেগাপিক্সেল এর‌ ক্যামেরা অফার করলেও তাদের ক্যামেরার কোয়ালিটি আইফোনের ক্যামেরার কোয়ালিটির ধারেকাছেও আসবেনা। 

তো এটাই বোঝা গেলো যে, একটি ফোনের ক্যামেরার কোয়ালিটি তার মেগাপিক্সেলের এর উপর নির্ভর করে না। আপনি একটি ফোনের ক্যামেরার মেগাপিক্সেলে দেখে সেই ফোনের ক্যামেরা কে বিচার করতে পারবেন না।


Read also: যে ভাইরাসটি মানুষের কাছে লাভ লেটার পাঠাতো


 একটি ফোনের ক্যামেরার Color, Sharpness  আরো যাবতীয় বিষয় গুলো যেগুলো দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে, সেই ক্যামেরার কোয়ালিটি কেমন। তাই শুধুমাত্র মেগাপিক্সেল এর উপর ভরসা করে আপনি ওই ফোনটিকে বিচার করতে পারবেন না। আজকাল আমরা অনেকেই দেখি যারা শুধুমাত্র ফোনের ক্যামেরার মেগাপিক্সেলের দেখেই অনেক বেশি খুশি হয়ে যায়। 

তো আমি তাদেরকে বলতে চাই যে শুধুমাত্র মেগাপিক্সেল দেখেই একটি ফোনের বিশেষত্ব বোঝা যায় না। বরং এর ভিতরে খুঁটিনাটি আরো বিষয় গুলো ভালো করে দেখেই সেই ফোনটিকে কেনা উচিত। 

তো বন্ধুরা আশা করছি আপনাদের মনের এই ভুল ধারণা টি সঠিক ধারণায় রূপান্তরিত হবে। আশা করছি আপনি আজকে অনেক কিছুই শিখতে পেরেছেন। 

ধন্যবাদ। 


Keywords:

ক্যামেরা রেজুলেশন কি, আইফোনের ক্যামেরা, মানুষের চোখ কত মেগাপিক্সেল, পিক্সেল মূলত কী?,ক্যামেরা রেজুলেশন কি

একটি মন্তব্য পোস্ট করুন