![]() |
| Virus |
২০০০ সালে আই লাভ ইউ নামের একটি ভাইরাসের দেখা মিলেছিল। এই ভাইরাসটি মানুষের কম্পিউটারে লাভলেটার পাঠাতো। যার ফলে মানুষ আগ্রহী হয়ে তা পড়তো। এভাবেই এই ভাইরাসটি মানুষদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতো।
২০০০ সালে এমন একটি ভাইরাস এর উদ্ভব হয়েছিল যা পুরো পৃথিবীকে কব্জা করে নিয়েছিল। এটা মানুষের মধ্যে ছড়ানো কোন ভাইরাস নয় বরং এটা কম্পিউটারে ছড়ানোর মতো একটি ভাইরাস ছিল। এই ভাইরাসটির কারণে পুরো পৃথিবীতে প্রায় ১০ হাজার কোটি টাকার মতো ক্ষতি হয়েছিল। এই ভাইরাসটির নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন!
Read also: জানা গেল, এলিয়েনরা আসলে কোন গ্রহে থাকে
এই ভাইরাসটির নাম ছিল "I love you" । জি হ্যাঁ এই ভাইরাসটির নাম "I love you" ছিল। এর নামে বিশেষ যৌক্তিকতা রয়েছে। তা আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি।
এই ভাইরাসটি ছড়ানো শুরু হয়েছিল ইমেইলের মাধ্যমে। ধরুন আপনাকে কেউ একটি ইমেইল পাঠালো। আর ওই ইমেইল এ টাইটেলে লেখা আছে "I love you"। তো আপনি কি করবেন নিশ্চয় চাইবেন যে কে আপনাকে এই ইমেইলটি দিয়েছে তা দেখার জন্য এবং বিস্তারিত জানার জন্য। তো অবশ্যই আপনি ই-মেইলটি পড়তে চাইবেন।
ইমেইলটির ভিতরে লাভ লেটার এর মতো থাকবে। তো আপনার মনে হবে হয়তো কেউ আপনাকে লাভ লেটার দিয়েছে। তো তখনই আপনার মনে আরো কৌতূহল বেড়ে যাবে।
তো এরকমই কিছু হয়েছিল ২০০০ সালে। মানুষের কাছে লাভ লেটার এর ইমেইল যেতো। আর ওটাকে ওপেন করলে, ওই ভাইরাসটি কম্পিউটারের মধ্যে ছড়িয়ে পড়তো। কম্পিউটারে সে যত রকম ইনফরমেশন পেতো সবকিছুই হাতিয়ে নিতো। আর কম্পিউটারের মধ্যে থাকা যতগুলো ইমেইল রয়েছে সেই মেসেজটি ওই সব ই-মেইলেও ফরওয়ার্ড হয়ে যেত। এভাবে ছড়িয়ে পড়তো ভাইরাসে পরিপূর্ণ এই ইমেইলটি। আর যে এই ই-মেইলটি দেখতো তার মধ্যে কৌতূহল চলে আসতো। যার ফলে সেই ইমেইলটি না খুলে তার মন ভরতো না। সে অবশ্যই চাইবে যে সেই ইমেইলটি পড়ে দেখতে। এভাবেই পুরো পৃথিবীতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ল। এই ভাইরাসটি পৃথিবীর বিধ্বংসী ভাইরাসের মধ্যে অন্যতম। যদি আমি বলি সবচেয়ে বেশি বিধ্বংসী ভাইরাসের কথা তাহলে এই ভাইরাসের নাম আসবেই আসবে।
Read also: পাগল বিজ্ঞানীদের কিছু পাগলামির ঘটনা
এছাড়াও ২০০৪ সালে আরেকটি ভাইরাস দেখা গিয়েছিল তার নাম ছিল "Mydom Virus" । এই ভাইরাসটিও যথেষ্ট বিধ্বংসী ছিল। এই ভাইরাসটি পুরো পৃথিবীতে ৩৮ বিলিয়ন ডলারের ক্ষতি করেছিল এবং তিন লাখেরও বেশি কম্পিউটার ধ্বংস করে দিয়েছিল।
এছাড়াও আরও রয়েছে "SoBig.F Virus" নামের আরেকটি ভাইরাস। সেটি পুরো পৃথিবীতে প্রায় ২ লক্ষ কোটি টাকার মতো ক্ষতি করেছিল।
এর জন্য আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের মোবাইলে বা কম্পিউটারে যদি অচেনা কোনো মেসেজ বা ইমেইল আসে তাহলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোন জায়গা থেকে কোন এপ্লিকেশন বা গেম ডাউনলোড করবেন না। কারণ হ্যাকাররা আপনাকে নানানভাবে বোকা বানাতে পারে। হ্যাকাররা নতুন নতুন টেকনিক বের করতে থাকে। তো আপনাদের কেও থাকতে হবে সতর্ক। আজকাল অনেক হ্যাকাররা ব্যাংক ডাকাতি করছে এরকম উদ্ভট টেকনিক অবলম্বন করে। তাছাড়াও আজকাল অনেক মানুষের গোপন তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে হ্যাকারদের কারণেই। তাই অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকেই কোন মুভি গেম অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করবেন। কারণ অন্যান্য যেসব ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন রয়েছে তা আপনাকে ধোঁকা দিয়ে আপনার গোপন তথ্য হাতিয়ে নিতে পারে।
ধন্যবাদ।
Keywords:
কম্পিউটার ভাইরাস কি? সবচেয়ে বিধ্বংসী কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ভাইরাস থেকে সতর্ক থাকার উপায়, ভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, টেকনোলজি
