আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

জানা গেল, এলিয়েনরা আসলে কোন গ্রহে থাকে | It turned out that the aliens actually live on a planet | মায়াবী জগত

আপনি কি জানেন আমাদের পৃথিবীর মতো আরো ৫০০০ টি পৃথিবী রয়েছে, যার পরিবেশ অবিকল পৃথিবীর মতোই। পৃথিবীর মতো সেখানেও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা এখনো...
Parallel Universe

আপনি কি জানেন আমাদের পৃথিবীর মতো আরো ৫০০০ টি পৃথিবী রয়েছে, যার পরিবেশ অবিকল পৃথিবীর মতোই। পৃথিবীর মতো সেখানেও প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা এখনো জানা যায়নি।


মহাবিশ্বের মাঝে একটি গ্রহ পৃথিবী। সেখানে বসবাস সবার। তবে, এই পৃথিবী কিন্তু শেষ নয় এ পৃথিবী ছাড়াও মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে আরো কয়েক হাজার পৃথিবী। অবাক হলেও এটা সত্যি বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

তবে এক্ষেত্রে আরো কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের সৌরজগতের আশপাশে আছে বহু এক্সোপ্লানেট বা বহিঃ গ্রহ। যার সংখ্যা পাঁচ হাজারেরও বেশি বলে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন।


Read more: পপকর্নের মতো দেখতে পাথর! পানির ট্যাংকির রং কালো কেন হয়?


তারা বলেছেন, এই সৌরজগতের বাইরের যখনই কোন নতুন গ্রহ আবিষ্কার হয় তার তথ্য নাসার আর্কাইভে সমর্থন করা হয়। সম্প্রতি নতুন আরও নতুন ৬৫ টি এক্সোপ্লানেট আবিষ্কার করা হয়েছে। এই নিয়ে নাসার আর্কাইভে ৫০০০ বহির্গ্রহের তথ্য জমা হলো। মহাকাশবিজ্ঞানে এটি একটি মাইলফলক। নাসা এক্সোপলানেট সাইন্স ইনস্টিটিউটের বিজ্ঞানী জেসি ক্রিষ্টিয়ানসেন বলেন,১৯৯০ সালে প্রথম এক্সোপ্লানেট আবিষ্কার হয়। 


Read more: বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের অবস্থান কোথায়? | বিশ্বের সবচেয়ে ছোট গ্রামের কোনটি? 


এই সংখ্যার ক্রমেই বৃদ্ধি হচ্ছে। এগুলো শুধু সংখ্যা নয় এক একটি আলাদা পৃথিবী। যা সভ্যতার কাছে রহস্য। সেখানে কি আছে বা পরিবেশ কেমন তা কেউই জানেনা । নাসার বিজ্ঞানীরা বলেন,  আবিষ্কার হওয়া নতুন গ্রহ গুলোর বৈশিষ্ট্যে ব্যাপক বৈচিত্র্য রয়েছে। যার কিছুই সৌরজগতের গ্রহের বৈশিষ্ট্য সঙ্গে মেলে না।   বহি:গ্রহগুলোর কোনটি পৃথিবীর মতো শিরাযুক্ত কিন্তু আমাদের পৃথিবীর চেয়ে অনেক বড় যাকে বলা হচ্ছে সুপার আর্থ বা কোনোটিকে নেপচুন আবার কোনটিকে সংশ্লিষ্ট নক্ষত্রের কাছে থাকায় উত্তপ্ত জুপিটার বা বৃহস্পতি বলা হচ্ছে।


Keywords: 

প্যারালাল ইউনিভার্স কি?, প্যারালাল ইউনিভার্স কি আসলেই আছে?, প্যারালাল ইউনিভার্স, আবিষ্কার হলো পৃথিবীর মতো দেখতে গ্রহের, দেখা মিলল এলিয়েনের, এলিয়েনের গ্রহের অস্তিত্ব পাওয়া গেল

একটি মন্তব্য পোস্ট করুন