![]() |
| বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর |
বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর গুলোর মধ্যে প্রথম সারিতে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এরমধ্যে সবচেয়ে দূষিত এলাকার স্বীকৃতি পেয়েছে আব্দুল্লাহপুর। দ্বিতীয় অবস্থানে আছে মিরপুর আর তৃতীয় স্থানে ঢাকার প্রানকেন্দ্র শাহবাগ।
ঢাকার অনেক বাসিন্দাদের আশঙ্কা সত্যি করে ঢাকা এখন বিশ্বের সবচেয়ে দূষিত শহর। জনবহুল এ শহরের বাতাসের মান 'অস্বাস্থ্যকর' পর্যায়ে রয়েছে।
Read also: যে ৬ টি লক্ষণ দেখে বোঝা যাবে যে সে আসলেই বুদ্ধিমান!
বিশ্বের ১০০ শহরের মধ্যে বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা। গত এক বছর ধরে বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় উপরের দিকেই অবস্থান করছে রাজধানী ঢাকা। বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ১০০টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণের দিক থেকে ঢাকা শীর্ষে ছিল। বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, তৃতীয় স্থানে ভারতের কলকাতা ও চতুর্থ ভারতেরই আরেক শহর দিল্লি।
বাংলাদেশের আবহাওয়ায় শুষ্ক মৌসুম অর্থাৎ শীতকাল এলে দূষণের মাত্রা বেড়ে যায়। সে হিসাবে এখনও শীতকাল আসেনি কিন্তু তার আগেই ভয়াবহ দূষণের মুখে পড়েছে বাংলাদেশ।
Read also: রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ
একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে নগরবাসীর প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, কার্যকরী পদক্ষেপ ও জনসচেতনতা না বাড়লে আসছে শীতে ভয়াবহ বায়ুদূষণের মুখে পড়বে বাংলাদেশ। এদিকে রাজধানীতে বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় কর্তৃপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। আদালত বলেন, রাজধানীতে বায়ুদূষণ দিন দিন তীব্র হচ্ছে। দূষিত বায়ু মানুষকে নীরবে হত্যা করছে, তাই দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
Read also: পাই দিবস কি? কেন পাই দিবস পালন করা হয়?
পরিবেশবাদীরা বলছেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব সরকারি ও বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান এবং বড় বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুগো অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, মেট্রোরেলসহ অন্য প্রকল্পগুলোকে কার্যকর পরিবেশগত ব্যবস্থাপনা প্রতিপালন, সঠিক ব্যবস্থাপনা অনুসরণপূর্বক মাটি, বালি ও অন্যান্য সামগ্রী পরিবহন, সংরক্ষণ, কার্যকর কর্ম পরিবেশ রক্ষা করা, সময়মতো রাস্তাঘাট সংস্কার, মেরামত ও বিভিন্ন প্রকল্পে নিয়মিত পানি ছিটানোসহ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি নগরায়ন ও শিল্পায়নের হার বহুগুণে বৃদ্ধি পেয়েছে। অনুষঙ্গ হিসেবে পরিবেশ দূষণ বিশেষ করে বায়ুদূষণের মাত্রাও বেড়েছে বহুগুণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, পৃথিবীর শতকরা প্রায় ৯১ ভাগ মানুষ সংস্থাটির নির্ধারিত মান মাত্রার নির্মল বায়ু সেবন থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া প্রতি বছর বায়ুদূষণের জন্য বিশ্ব অর্থনীতির প্রায় ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার স্বাস্থ্য খাতে ব্যয় হচ্ছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বায়ুদূষণ প্রকট আকার ধারণ করছে। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশে সনাতন পদ্ধতির ইটভাটা পরিচালনা, অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম, শিল্প কারখানার উন্মুক্ত নিঃসরণ ও যানবাহনের ক্ষতিকর কালো ধোঁয়া, কঠিন বর্জ্য ও বায়োমাস পোড়ানো বায়ুদূষণের মূল কারণ।
রাজধানী ঢাকার ক্ষেত্রে ভবন ও অবকাঠামো উন্নয়ন কাজ উন্মুক্তভাবে করার ফলে শহরের বাতাসে ধুলাবালির পরিমাণ বাড়ছে। বিশেষ করে বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানগুলো নির্মাণসামগ্রী অর্থাৎ মাটি ও বালি পরিবহনে মাটি-বালির একটি অংশ রাস্তার ফেলে যাচ্ছে যা পরবর্তীতে বায়ুদূষণের সৃষ্টির জন্য বিশেষভাবে ভূমিকা রাখছে।
Read also: বাসে অথবা যে কোন গাড়িতে উঠলে বমি হয় কেন?
পরিবেশ অধিদফতরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার সিনিয়র কেমিস্ট মোহাম্মদ আবদুল মোতালিব যুগান্তরকে বলেন, শুষ্ক মৌসুমে ইটভাটাগুলো চালু হয়, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বেগবান হয় এবং ধুলোবালির পরিমাণ বেড়ে যায়। ফলে বায়ুদূষণের মাত্রা বাড়ে। ঢাকা শহরের বায়ু ও ধূলিদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুই সিটি কর্পোরেশন, রাজউক, গণপূর্ত অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, সরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানসহ পরিবেশ অধিদফতর এবং সাধারণ জনগণ নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সূত্র:
prothomalo.com
thedailystar.net
jugantor.com
সার্চ কি-ওয়ার্ড
বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি,বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশ কোনটি,বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি ২০২২,বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী কোনটি,বাংলাদেশের সবচেয়ে দূষিত শহর কোনটি,বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকা ২০২১,বিশ্বের সবচেয়ে দূষিত নদী কোনটি,বিশ্বের দূষিত শহরের তালিকা ২০২২,বিশ্বের দূষিত শহরের তালিকা ২০২১,দূষিত দেশের তালিকা,পৃথিবীর সবচেয়ে দূষণমুক্ত দেশ কোনটি,বায়ু দূষণে শীর্ষ শহর কোনটি ২০২১,বায়ু দূষণে শীর্ষ দেশ কোনটি ২০২১
