| রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ |
কী ঘটবে যদি রাশিয়া আর যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে পারমাণবিক যুদ্ধে!
রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যদি ১ সপ্তাহ ধরে পৃথিবীতে পরমাণু হামলা চালায় তাহলে পুরো পৃথিবী ওলট-পালট হয়ে যাবে।
পরমাণু হামলার ১ সপ্তাহের মাথায়... প্রায় ১৫ কোটি টন কালো ধোঁয়া পৃথিবীর বায়ুমন্ডলে মিশতে শুরু করবে ১৪ দিনের মধ্যেই এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীটাকে। ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে শূন্যে!
৪০০০ পরমাণু অস্ত্রের জন্য এ গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় অন্যদিকে, বিস্ফোরণের সংখ্যা যদি মাত্র ১০০টি-ও হয়... আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত!
পরমাণু ক্ষমতার শীর্ষক দেশ দুটো যদি অন্তত ১ সপ্তাহ ধরে পৃথিবীতে পরমাণু হামলা চালায়? কী হবে পৃথিবী এবং মানবসভ্যতার পরিণতি? পরমাণু হামলার ১ সপ্তাহের মাথায়... প্রায় ১৫ কোটি টন কালো ধোঁয়া পৃথিবীর বায়ুমন্ডলে মিশতে শুরু করবে ১৪ দিনের মধ্যেই এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীটাকে। ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে শূন্যে!
Read also: পাই দিবস কি? কেন পাই দিবস পালন করা হয়?
এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচণ্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর। ফলে অল্প সময়েই ওজোন স্তর নিশ্চিহ্ন হয়ে যাবে পুরোপুরিভাবে ব্যাস, এবার পৃথিবীর বায়ুস্তর UV রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত!কিছু পরিমাণ UV রশ্মি ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও... রশ্মির বাকি অংশ
পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায়।
Read also: বাসে অথবা যে কোন গাড়িতে উঠলে বমি হয় কেন? এর কারণ কি?
মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি। ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দেবে ক্যানসার!দু'মাসের মাথায় প্রতিটি মহাদেশই চলে যাবে তুষার-স্তরের নীচে। আর এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার।
এক পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত । বলাবাহুল্য, বছর কয়েকের জন্য থমকে যাবে কৃষিকাজ
মাত্র ৪ মাসের মাথায় পুরো গ্রহে নেমে আসবে দুর্ভিক্ষ।
ভয়ানক ঠাণ্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলোও এবার মারা পড়তে শুরু করবে। ২ বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে এ গ্রহে। উপকূলীয় অঞ্চলে
জন্তু ও মাছ শিকার করে কোনো রকমে বেঁচে থাকবে তারা। ৪ বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে শুরু করবে তাপমাত্রা। যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে লেগে যাবে আরো ২০ বছর। ১০ বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে সবুজ উদ্ভিদ কিন্তু তখনও গ্রহের অধিকাংশ অঞ্চল অত্যন্ত তেজস্ক্রিয় থেকে যাবে ফলে যারা সে-সব অঞ্চল থেকে দূরে, সমুদ্রের কাছে অবস্থান করবে... ক্যানসারমুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পূনর্জন্ম।
Read also: বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলার বয়স কত?
৪০০০ পরমাণু অস্ত্রের জন্য এ গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয় অন্যদিকে, বিস্ফোরণের সংখ্যা যদি মাত্র ১০০টি-ও হয়... আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত!
সার্চ কি-ওয়ার্ড
রাশিয়া এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ সর্বশেষ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাইফ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজকের খবর,রাশিয়া ইউক্রেন যুদ্ধ আপডেট,ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভিডিও,ইউক্রেন মানচিত্র,ইউক্রেন কেমন দেশ,ইউক্রেন রাশিয়া যুদ্ধ লাইভ,রাশিয়া ইউক্রেন যুদ্ধ এর কারণ,ইউক্রেন এর আয়তন কত,ইউক্রেন কোন মহাদেশে অবস্থিত,ইউক্রেন জনসংখ্যা কত