| বুদ্ধিমান মানুষদের চেনার উপায় |
আপনার শরীরে থাকা দাগ ও চিহ্নগুলি বলে দেবে আপনি বুদ্ধিমান কিনা! কিন্তু কিভাবে?
আমার দেখা বুদ্ধিমান মানুষের কিছু বৈশিষ্ট বলছি।আমার কাছে মনে হয় কোন মানুষের মধ্যে এই বৈশিষ্টগুলা থাকলে সে অন্যদের তুলনায় অনেকটাই বুদ্ধিমান।
১) বুদ্ধিমান মানুষ একটু চুপচাপ একাকী থাকতে পছন্দ করে। কোন কিছু সম্পর্কে তাদের জ্ঞান থাকলে তার উত্তর দেয়ার চেষ্টা করে। অহেতুক কথাবার্তা বা তর্ক থেকে নিজদের দূরে রাখে।
২) জানার আগ্রহ প্রচুর কাজ করে এই ধরনের মানুষ গুলার মধ্যে। যে কোন কিছু মনোযোগ দিয়ে শুনবে এবং এর সম্পর্কে প্রশ্ন করবে। এই টাইপের মানুষের মধ্যে অভিযোজন ক্ষমতাও অনেক বেশি থাকে।
৩) অনুমান বা ভবিষ্যৎ সম্পর্কে ধারনা ভালো থাকে। অন্যেদের চেয়ে ভিন্ন চিন্তা করতে এই ধরনের মানুষ অধিক পছন্দ করে। তারা ফিউচারটাকে যে ভাবে দেখবে তা ভাবলেও অনেক সময় সাধারন মানুষের হাসি পাবে।
Read also: কি হবে পৃথিবীতে যদি মাত্র ৫ সেকেন্ড অক্সিজেন না থাকে! - মায়াবী জগত
৪) ওপেন মাইন্ডেড হয়। যে কোন কিছুই তারা খুব ভালো ভাবে গ্রহন করে। ধরুন আপনি কিছু নিয়ে চিন্তা করলেন সেটা তাদের কাছে বললে তারা সেটা মনোযোগ দিয়ে শুনবে। মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি তাদের কখনোই পছন্দ হয় না।
৫) আজব আজব শখ পালন করা তাদের অন্যতম একটা বৈশিষ্ট। সেটা খাওয়া দাওয়া নিয়ে হোক বা অন্য যে কোন কাজ। গতানুগতিক চিন্তা ভাবনা থেকে নিজেদের আলাদা রাখে।
Read also: কোরআন তিলাওয়াত করলে মনে আনন্দ আসে - মায়াবী জগত
৬) আত্ননিয়ন্ত্রনের অসাধারন ক্ষমতা থাকে এই মানুষগুলার মধ্যে। সহজে নিজেদের আবেগ অনুভূতি সব জায়গায় প্রকাশ করে না। কোন কিছু করার আগে সেই কাজের ঝুকি সম্পর্কে চিন্তা করে। ভুল করলে আফসোস না করে শোধরে নেন।
তো বন্ধুরা শরীরে কোন আঁকা কোন দাগ বা চিহ্ন দিয়ে কখনো বোঝা যায় না যে, সে বুদ্ধিমান কেনা। শারীরিক ভাবে দেখলে এগুলো বোঝা কখনোই সম্ভব নয়। আমাদের মধ্যে অনেকেরই এরকম ভুল ধারণা রয়েছে। আমাদের এসব ভুল ধারণা শোধরানো উচিত। আর একজন মানুষ তার কর্মধারায় বোঝাতে পারে যে সে বুদ্ধিমান। ধন্যবাদ।
তথ্যসূত্র:
Quora.com
Keywords:
বুদ্ধিমান মানুষ চেনার উপায়, বুদ্ধিমান মানুষকে কিভাবে চিনব, শরীরে কয়টি তিল সে থাকলে বুদ্ধিমান মানুষ, শরীরের কোথায় তিল থাকলে নিশ্চিত হবেন যে সে বুদ্ধিমান, সাইকোলজিকাল ফ্যাক্ট