![]() |
| Brazil |
সেই ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের কথা। ব্রাজিল বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং জার্মানি। ম্যাচে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এতো গোলে হারার কষ্ট ব্রাজিল ভক্তরা এখনো ভুলতে পারেননি।
আরও পড়ুন: সামরিক খাতে কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার | mayabee jagat
কিন্তু আজ উরুগুয়েকে ৭-০ গোলে বিধ্বস্ত করে সেই কষ্টটা কিছুটা হলেও আনন্দে পরিণত করতে পেরেছে ব্রাজিল। সোমবার ১৩ ই জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল দলের মুখোমুখি হয়েছিল ব্রাজিল অনূর্ধ্ব-২০ ফুটবল দল। ম্যাচের ২৮ মিনিটেই প্রথম গোল অর্জন করে নেয় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এরপর ম্যাচের ৩৪ ও ৪৪ মিনিটে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় গোল করে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। ৩-০ গোলে এগিয়ে থেকে হাফ টাইম শেষ করে দুটি দল।
তারপর দ্বিতীয় হাফ টাইমের অষ্টম মিনিটেই আবার গোলের দেখা পায় ব্রাজিল। এরপর ৫৩ ও ৮১ মিনিটের গোলে ব্যবধান ৫-০ করে নেয় ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। এরপর দুর্বল হয়ে পড়ে উরুগুইয়ান ডিফেন্ডাররা। যার ফলস্বরূপ ৮৩ ও ৮৫ আরো দুইটি গোল খেয়ে বসে উরুগুয়ে । ফলে ৭-০ এর বড় ব্যবধানে বিধ্বস্ত হয় উরুগুয়ে।
একাই চার গোল করে ম্যাচ সেরার তকমা পান ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্কোস লিওনার্দো।
keywords:
brazil vs germany, world cup 2014, world cup, brazil argentina, argentina, brazil vs argentina live, brazil vs argentina, ব্রাজিল বনাম আর্জেন্টিনা, ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাইভ আপডেট, ব্রাজিল বনাম আর্জেন্টিনা লাইভ, কাতার বিশ্বকাপ, খেলাধুলা সংবাদ, ফুটবল খবর, কাতার বিশ্বকাপ ২০২২, কাতার বিশ্বকাপ আপডেট,
