![]() |
| মানবদেহ |
আপনি কি জানেন, নারীদের থেকে পুরুষদের চুল অনেক দ্রুত বৃদ্ধি পায় ও মানবদেহে প্রায় ৩৮ ট্রিলিয়নের মতো ব্যাকটেরিয়ার বসবাস। অর্থাৎ আমাদের দেহের ওজনের প্রায় অর্ধেকই ব্যাকটেরিয়া।
মানব দেহ একটি বিস্ময়কর সৃষ্টি। মানব দেহের গঠন, আকার-আকৃতি সবকিছুই আমাদেরকে অনুপ্রাণিত করে। নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে হাড়ের গঠন সবখানেই রয়েছে বৈচিত্র্য। আজ আপনাদের সাথে মানবদেহের অনন্য কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনাদের সাথে মানবদেহের জানা-অজানা কিছু তথ্য শেয়ার করতে চাচ্ছি।
১) মানবদেহে রয়েছে অসংখ্য ব্যাকটেরিয়া।
আমরা সবসময়ই ব্যাকটেরিয়া থেকে এড়িয়ে থাকার চেষ্টা করি। শরীরকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করতে আমরা সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাবার খাই। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে যে, মানবদেহে রয়েছে প্রায় ৩৮ ট্রিলিয়ন ব্যাকটেরিয়ার বসবাস। ২০১৬ সালে গবেষকরা গবেষণা করে এই আশ্চর্যজনক তথ্য বের করেছিল। এই ব্যাকটোরিয়া এত সংখ্যক যে এটি মানুষের ওজনের প্রায় অর্ধেক।
Read also: সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশে যেসব অবাক করার মত জিনিস রয়েছে!
২) আমাদের হাড় ও তরলে পরিপূর্ণ।
আমরা সকলেই হয়তো জানি যে, আমাদের মানব দেহের প্রায় বেশিরভাগ অংশই পানি নিয়ে গঠিত।
নারীদের প্রায় ৫৫ ভাগ এবং পুরুষদের প্রায় ৬০ ভাগ দেহের অংশ তরল পানি দ্বারা গঠিত। কিন্তু এটা হয়তো আপনারা জানেন না যে, আমাদের দেহের ত্বক, অঙ্গ-প্রত্যঙ্গ, পেশী এমনকি হাড়েও তরল পদার্থ রয়েছে। আমাদের শরীরের প্রায় এক-তৃতীয়াংশই পানি দ্বারা গঠিত।
৩) চুলের সংখ্যা অনেক বেশি।
আমরা সকলেই হয়তো মনে করে থাকি যে, আমাদের মানব দেহের সবচেয়ে বেশি চুল মাথায় অবস্থিত। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তার চাইতেও বেশি চুল অদৃশ্য অবস্থায় আমাদের দেহে রয়েছে। একজন মানুষ প্রায় পাঁচ মিলিয়ন ফলিকলস নিয়ে এ পৃথিবীতে জন্ম নেয়। তবে আপনি জানলে অবাক হবেন যে, নারীদের থেকে পুরুষদের চুল অনেক দ্রুত বৃদ্ধি পায়।
Read also: কি হবে যদি হঠাৎ করে আমাদের পৃথিবী থেকে মানুষ গায়েব হয়ে যায়?
৪) আমাদের ত্বক অনেক লোমকূপ নিয়ে গঠিত।
আমরা যদি আয়নার সামনে যাই এবং নিজের চেহারাকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যে, আমাদের চেহারায় অনেক গুলো লোমকূপ রয়েছে। যারা প্রাপ্তবয়স্ক তাদের কথা বলছি। কারণ শিশুদের ক্ষেত্রে হয়তো এ রকম দেখা যায়না। মানুষের ধরন ভেদে এই সংখ্যা কিছুটা কম বা বেশি হতে পারে। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের ত্বকে প্রায় ২০ হাজারেরও বেশি লোমকূপ রয়েছে। এই অবাক করার মতো তথ্যটি জানিয়েছে বিশ্ব বিখ্যাত মেকআপ উৎপাদনকারী প্রতিষ্ঠান লরিয়েল। তবে খুব অল্প সংখ্যক লোমকূপই আমরা খালি চোখে দেখতে পারি।
৫) মানব দেহ লালা তৈরির ফ্যাক্টরি।
একজন মানুষ দৈনিক গড়ে প্রায় ৬৪০ মিলিলিটার লালা উৎপাদন করে। লালা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। লালার সাহায্যে আমরা খাদ্যকে পেস্ট এ পরিণত করতে পারি। অর্থাৎ পরিপাকে লালার গুরুত্ব অপরিসীম। তাছাড়াও আমরা যে কথা বলছি, তার পেছনেও লালার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। লালা না থাকলে আমরা হয়তো কথা বলতে পারতাম না।
তো এই ছিল মানব দেহ সম্পর্কে ৫ টি জানা অজানা তথ্য। আশা করছি আপনারা উপভোগ করেছেন।
তথ্যসূত্র:
barta24.com
Keywords:
স্বাস্থ্য বিষয়ক অজানা তথ্য, মানব দেহের সিস্টেম কয়টি, মানব দেহ সম্পর্কে প্রশ্ন, অজানা তথ্য ২০২২, বই নিয়ে অজানা তথ্য, পৃথিবীর অজানা তথ্য
