আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

One month of war in Ukraine | ইউক্রেনে যুদ্ধের এক মাস | One month completed of Russia's invasion in Ukraine - mayabee jagat

ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শহর বাড়িঘর, অ্যাপার্টমেন্ট ও শপিং সেন্টার...বোমার আঘাত শহরে ৮০% ভবনই ধ্বংস।
One month of war in Ukraine
One month of war in Ukraine

ইউক্রেনে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শহর বাড়িঘর, অ্যাপার্টমেন্ট ও শপিং সেন্টার...বোমার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত বা ধসে গিয়েছে কিছু কিছু শহরে ৮০% ভবনই ধ্বংস বা বসবাসের অনুপযোগী হয়েছে। ৩৫ লাখেরও বেশি মানুষ যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে পালিয়েছে আরো প্রায় ৬৫ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে।


Read also: দা ফ্লাইং ডাচম্যান নামক ভূতুড়ে জাহাজ


পশ্চিমা ও তাদের মিত্র দেশগুলোর দেয়া নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। বড় বড় কোম্পানি রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। রুশ প্রভাবশালী ধনকুবেরদের সম্পদ, তাদের ইয়ট, বাড়ি বাজেয়াপ্ত হয়েছে।


রাশিয়ান সেনার মুখোমুখি হয়েছে ইউক্রেনের সাধারণ মানুষ। রাশিয়া নিয়ন্ত্রিত খারসনে মানুষজন সামরিক যান সরিয়ে দিয়েছে।


অপেক্ষাকৃত বিশাল সেনাবাহিনী সত্ত্বেও রাশিয়ানদের অগ্রযাত্রা থমকে পড়েছে।‌‌ কিছু বিশেষজ্ঞ বলছেন রাশিয়ার দুর্বল পরিকল্পনা, রসদ.. এবং ইউক্রেনিয়ান বাহিনীর কাছ থেকে অপ্রত্যাশিত শক্ত প্রতিরোধই এর কারণ।


Read also: ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী বলতে কী বোঝায়?


প্রেসিডেন্ট পুতিন এ আক্রমণের পক্ষে সমর্থন পেতে একটা র‍্যালি করেছেন। কিন্তু যেসব রাশিয়ান এই যুদ্ধের বিপক্ষে কথা বলছেন। পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। রাশিয়ান কর্তৃপক্ষ বলছে তাদের অন্তত ৫০০জন সেনা মৃত্যুবরণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের হিসেবে অন্তত ৭ হাজার রাশিয়ান সেনা নিহত হয়েছে। জাতিসংঘ বলছে ৯২০জনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

প্রেসিডেন্ট জেলেন্সকি পুতিনের সঙ্গে সংলাপের আহবান জানিয়েছেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে একান্ত বৈঠকে এই ইস্যুটি...যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অধিকৃত অঞ্চল ইস্যু নিয়ে আলোচনার জন্য প্রস্তুত


কিছু আলোচনা হয়েছে, কিন্তু দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ এখনো হয়নি কিছু আলোচনা হয়েছে, কিন্তু দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ এখনো হয়নি। এবং যুদ্ধবিরতির কোন লক্ষণও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না।


সূত্র:

bbc.com


সার্চ কি-ওয়ার্ড

One month of war in Ukraine | ইউক্রেনে যুদ্ধের এক মাস,এক মাসের ইউক্রেন যুদ্ধে কত সেনা হারালেন পুতিন, যুদ্ধের এক মাস শেষে এসে ইউক্রেনে লক্ষ্য বদল রাশিয়ার‍,যুদ্ধের এক মাস— ইউক্রেনের শিশুদের অর্ধেকই ঘরছাড়া,যুদ্ধের এক মাস শেষে এসে ইউক্রেনে লক্ষ্য বদল রাশিয়ার‍,যুদ্ধের এক মাস : ইউক্রেনে বাড়ছে ধ্বংসযজ্ঞ,যুদ্ধের এক মাস: কী পেল রাশিয়া, কী হারালো ইউক্রেন?,ইউক্রেন থেকে পোল্যান্ডে পাড়ি ২ লক্ষের বেশি ইউক্রেনবাসীর,One month completed of Russia's invasion in Ukraine

একটি মন্তব্য পোস্ট করুন