| বমি কেন হয়? |
গাড়িতে বা বাসে ভ্রমণ করলে আমাদের মস্তিষ্ক অনুভব করে আমরা গতিশীল কিন্তু চোখ দেখতে পারে আমরা স্থির রয়েছি। ফলে মস্তিষ্ক ও চোখের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। তাই আমাদের বমি হয়।
আমরা কিছু কিছু মানুষদের দেখতে পাই যারা বাসে অথবা কোনো গাড়িতে উঠলে বমি করে। তবে বাসে অথবা গাড়িতে উঠলে কারা বমি করে এটা আগে ভাবা উচিত। যারা বাসে অথবা গাড়িতে খুব কম হতে দেখা যায় যে বমি তাদেরই বেশি হয়। আর যারা প্রতিদিন বা রেগুলারলি বাসে অথবা গাড়িতে ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে বমি হয় না। তো এখন প্রশ্ন হল বমি আসলে হয় কেন?
Read more: শিমা এনাগা নামক পাখি! - মায়াবী জগত
আমাদের শরীরের ওপর গতি ও জড়তার বিশেষ প্রভাব রয়েছে। এটি আমাদের শরীরের ভারসাম্য হিসেবে থাকে। আর এই ভারসাম্য রক্ষা করে অন্তঃকর্ণ। আমরা যখন গাড়িতে বা বাসে বসে যাত্রা করি তখন আমাদের মস্তিষ্ক অনুভব করে আমরা গতিশীল। কিন্তু আমাদের চোখ অনুভব করে আমরা স্থির আছি। বাসে বা গাড়িতে উঠলে সামনের সিটে বসে থাকা লোকদেরকে দেখে চোখ মনে করে আমরা স্থির আছি। কিন্তু অন্যদিকে মস্তিষ্ক বাহিরে দৃশ্য দেখে বা বাহির দৃশ্য অনুভব করে মনে করে যে আমরা গতিশীল আছে। এভাবে মস্তিষ্ক ও চোখের মধ্যে এক ধরনের ঝগড়ার সৃষ্টি হয়। তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায়। আর চোখ ও অন্তঃকর্ণের সমন্বয়হীনতার নাম হলো "মোশন সিকনেস"। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে এই মোশন সিকনেস মস্তিষ্কের বিভ্রান্তির কারণেই আমাদের মূলত বমি হয়ে থাকে। অর্থাৎ মস্তিষ্ক ও চোখের মধ্যে এক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হওয়ার কারণেই বমি হয়ে থাকে। আমাদের জীবনে গতি ও জড়তার প্রভাব যে রয়েছে এই জিনিসটাই সেটা প্রমাণ করে দেয় সুন্দরভাবে।
Read more: দুর্ঘটনাবশত উদ্ভাবিত হয়েছিল ওয়াই-ফাই! - মায়াবী জগত।
গাড়িতে বা বাসে বসে বই বা মোবাইল টিপলে বমি বমি ভাব আরো বেশি মনে হয়। কারণ তখন মোশন সিকনেস এর ব্যাপারটা আরও বেশি ঘটে। তবে রেগুলার গাড়িতে চড়ে অভ্যাস হয়ে গেলে বমি শব্দটি আপনার মস্তিষ্ক থেকে চলে যাবে। তবে যারা খুব কম গাড়িতে চড়েন বা খুব কম যাত্রা করেন তাদের বমি বেশি দেখা দেয়। এছাড়াও অন্যান্য কারণেও বমি হতে পারে যেমন এসিডিটি বা গ্যাস্ট্রিক এর কারণে বমি হয়ে যেতে পারে। তবে বমি হওয়া টা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু নয়। তাই এটাকে স্বাভাবিকভাবে আমাদের সকলকে সঠিক ও সুন্দর ভাবে গাড়িতে বা বাসে ভ্রমন করা উচিত। ধন্যবাদ।
তথ্যসূত্র:
Quora.com
Keywords:
খাওয়ার পর বমি হওয়ার কারণ, গাড়িতে বমি বন্ধ করার ঔষধ, বমি ছবি, মোশন সিকনেস দূর করার উপায়, বমি হলে কি খাবার খাওয়া উচিত, বাসে উঠলে বমি হয় কেন, বমি হওয়ার পর করনীয়, বমি হওয়ার কারণ ও প্রতিকার