আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলার বয়স কত? আসলেই কি ৩৯৯ বছর!- মায়াবী জগত।

সম্প্রতি টিকটকে এক বৃদ্ধ মহিলা ভাইরাল হয়েছেন। জানানো হচ্ছে যে সেই বৃদ্ধ মহিলার বয়স ৩৯৯ বছর!
পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ মহিলা


সম্প্রতি টিকটকে এক বৃদ্ধ মহিলা ভাইরাল হয়েছেন। জানানো হচ্ছে যে সেই বৃদ্ধ মহিলার বয়স ৩৯৯ বছর! 


যতই দিন যাচ্ছে পৃথিবীতে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। ‌ মানুষ তার কর্ম, জীবন ইত্যাদি দ্বারা প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড তৈরি করতে সক্ষম হচ্ছেন। আর সেই রেকর্ড গুলো প্রতিনিয়ত গিনেস বুকে সংরক্ষিত করা হচ্ছে। গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নিয়ে একটি ক্যাটাগরি রয়েছে। যেখানে বয়স্ক ব্যক্তিদের নামের স্থান দেওয়া হয়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একজন বয়স্ক মহিলার ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা গেছে যে ওই মহিলার চোখ প্রায় ভিতরে ঢুকে গেছে এবং চামড়া ও শুকিয়ে গেছে। তো সেখান থেকে দাবি করা হয়েছে যে, এই মহিলার বয়স ৩৯৯ বছর! 


Read more: ইউটিউব সম্পর্কে মজাদার কিছু তথ্য যা হয়তো আপনি জানেন না - মায়াবী জগত


যা অবাক করার মতো এবং অবিশ্বাস্য। বিষয়টি অবাক করার মতো হলেও তার বয়স আসলেই ৩৯৯ বছর বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ প্রায় চার শতাব্দী ধরে‌ এই মহিলাটি বেঁচে রয়েছেন! করে খবরটি সবার কাছে জানাজানি হওয়ার পর বিষয়টি সবাই তদন্ত করে দেখার চেষ্টা করে। ছবিগুলো যাচাই করে দেখা যায় যে, এই মহিলাটি আসলে একজন বৌদ্ধ ভিক্ষু । তিনি নিজেকে মমিতে পরিণত করেছেন। সোশ্যাল মিডিয়াতে যে দুটি ছবি ভাইরাল হয়েছে সেই দুটি ছবি নিয়ে আরও গবেষণা করে দেখা গেছে যে দুটি একটি মহিলার ছবি। অর্থাৎ খবরটি ভুয়া। এই ছবিগুলো আসলে সত্যিকারেরই কিন্তু মানুষের ধারণা কতটা ভুল তাই প্রমাণ হয় গবেষণা করে। বিজ্ঞানীরা গবেষণা করে ধারণা নিয়েছেন যে একজন মানুষ সর্বোচ্চ ১৫০ বছর বেঁচে থাকতে পারে। যেখানে প্রায় ৪০০ বছর বেঁচে থাকা একজন মানুষ কিভাবে সম্ভব? যদি আসলেই এরকম মানুষ থাকতো তাহলে বিজ্ঞানীরা তুমুল গবেষণা করতে। আর এই ভুয়া খবরটি প্রচার হওয়ার পরে বিজ্ঞানীরা তো গবেষণা করার জন্য তৈরি ছিলেন। 


Read more: পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু অসমিয়াম | বিশ্বের সবচেয়ে ভারী অধাতু কোনটি


কিন্তু পরবর্তীতে খবরটি ভুয়া বলে প্রমাণিত হয়। "ওষুধ ও সঠিক খাবার এর সাহায্যে একজন মানুষকে অনেক দিন সুস্থ রাখা সম্ভব কিন্তু আয়ু বাড়ানো সম্ভব নয়" বলেছেন মস্কোর ইনস্টিটিউট অফ ফিজিক্স অ্যান্ড টেকনোলজির গবেষক পিটার ফেডিচেভ। মানুষ সর্বোচ্চ 150 বছর বেঁচে থাকতে পারে যেখানে ৪০০ বছর তো চিন্তাই করা যায় না। ব্যাপারটা এখন আপনাদের কাছে হয়তো হাস্যকর মনে হচ্ছে। @auyary13 ইউজারনেম এর একজন টিকটক ব্যবহারকারী এই ছবিগুলো শেয়ার করেছেন। যদিও সেখানে বলা হয়েছিল লোকটির বয়স ৩৯৯ বছর কিন্তু গবেষণার মাধ্যমে জানা যায় যে লোকটির আসল বয়স ১০৯ বছর। লোকটির আসল নাম লুয়াং ফো আই। তিনি থাইল্যান্ডে বসবাসকারী একজন বৌদ্ধ ভিক্ষু। 

তিনি থাইল্যান্ডের থাকেন এবং হাসপাতালে তার জীবন অতিবাহিত করছেন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির রেকর্ড জাপানের কেন তানাকার নামে রয়েছে । যার বয়স ১১৯ বছর। তিনি কোন ১৯০৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। অর্থাৎ পৃথিবীতে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তির বয়স মাত্র ১১৯ বছর। সেখানে ৩৯৯ বছর কিভাবে চিন্তা করা যায়! ব্যাপারটা আসলেই হাস্যকর। 

তো বন্ধুরা সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যে সব সময়ে সঠিক খবর দেয় তা আমাদের ভুল ধারণা। বর্তমানে সামাজিক মাধ্যমে অনেক ভুয়া খবর প্রচারিত হচ্ছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকা উচিত এবং সবকিছু যাচাই-বাছাই করে বিশ্বাস করা উচিত। আমরা এই ভুয়া খবরের মাধ্যমে বুঝতে পারি। ধন্যবাদ। 


তথ্যসূত্র:

banglahunt.com


Keywords:

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কে, বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ, বিশ্বের সবচেয়ে বয়স্ক মহিলা, গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড, কে সবচেয়ে বয়স্ক মহিলা, কে সবচেয়ে বয়স্ক ব্যক্তি, টিকটক


একটি মন্তব্য পোস্ট করুন