| Galileo Galilei |
বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও মানুষকে জানিয়েছিলেন যে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। কিন্তু তখনকার রোমান ক্যাথলিক চার্চরা বিশ্বাস করতেন যে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে। কিন্তু বিজ্ঞানী গ্যালিলিওর বিপরীত ভাবনার কারণে তাকে আমৃত্যু গৃহবন্দি করে রাখা হয়েছিল।
12 এপ্রিল, 1633 সেই দিনটি ছিল যেদিন গ্যালিলিওকে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং বিধর্মী হিসাবে সাজা দেওয়া হয়েছিল। এটি তার স্পষ্টবাদী বিশ্বাসের কারণে হয়েছিল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তখনকার দিনে গির্জা এবং রাষ্ট্র দুটি আলাদা জিনিস ছিল না। চার্চ ছিল রাষ্ট্র। আপনি যদি চার্চের চিন্তাধারা অনুসরণ না করেন, তাহলে অন্য যেকোনো সংখ্যক লোক আপনাকে অবজ্ঞার চোখে দেখতে পারে।
Read also: কোরআন তিলাওয়াত করলে মনে আনন্দ আসে - মায়াবী জগত
আমি কল্পনা করি যে গ্যালিলিও তার পর্যবেক্ষণে বিশ্বাসী ছিলেন, এবং আপনি তার সময়ে তাকে একজন বিদ্রোহী হিসাবে ভাবতে পারেন। তখনকার মানুষরা ভাবতো পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। কিন্তু গ্যালিলিও বিজ্ঞান দ্বারা প্রমাণ ছাড়া কোন কিছু মানতেন না। তবে বেশিরভাগ মানুষরা এই ভুল ধারণা মনে নিয়ে বেঁচে ছিল।
Read also: মুলা খাওয়ার উপকারিতা। - মায়াবী জগত
বিজ্ঞানী গ্যালিলিও মানুষের এসব ভুল ধরে দেয়ার চেষ্টা করতেন। কিন্তু সবাই তখনকার ক্যাথলিক চার্চ কে অন্ধের মতো বিশ্বাস করতেন। কিন্তু গ্যালিলিও হার মানার মতো মানুষ ছিলেন না। তিনি প্রচার করতে লাগলেন , পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। আর এতেই সৃষ্টি হয় সমস্যার।
তখন তৎকালীন রোমান ক্যাথলিক চার্চের দ্বারা তার শাস্তির ব্যবস্থা করা হয়। তখন গ্যালিলিওর বয়স ছিল ৭০ এর কাছাকাছি। তাকে অধিক অত্যাচার এবং মৃত্যুর হুমকি দেয়ার পর তিনি খ্রিস্টধর্মের পোপের আদালতে স্বীকার করলেন, পৃথিবী নয়, সূর্যই ঘোরে! অর্থাৎ তাকে মিথ্যা স্বীকার করতে হলো। কিন্তু এতেও তাকে একটুও ছাড় দেয়া হয়নি।
Read also: কি হবে পৃথিবীতে যদি মাত্র ৫ সেকেন্ড অক্সিজেন না থাকে! - মায়াবী জগত
তাকে মৃত্যুদন্ড না দেয়া হলেও তাকে আমৃত্যু গৃহবন্দি করে রাখা হয়েছিল। অর্থাৎ গৃহবন্দি অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর পর তার লাশের ও খারাপ অবস্থা করা হয়েছিলো। ধন্যবাদ।
তথ্যসূত্র:
quora.com
Keyword:
Galileo, গ্যালিলিও, আজব, অবাক করা তথ্য