ইতিহাসের সবচেয়ে ভয়াবহ শাস্তি
বন্ধুরা আপনারা কি জানেন? ১৭ শতকে রোম্যান এবং কিউজেনের মানুষরা অন্য মানুষদের শাস্তি দেওয়ার জন্য ভয়ংকর কষ্টদায়ক শাস্তির পদ্ধতি খুঁজতেন।
প্রথমত যে মানুষরা তাদের দেওয়া নিয়ম কানুন না মানতো, তাদের বহুদিন ধরে ভিন্ন ভিন্ন শাস্তি দিত। শাস্তি চলাকালীন সময়ে যদি কেউ দ্রুত মরে যায় তাহলে ভাবা হতো সে ভাগ্যবান ছিল। তা না হলে তাকে অনেক কষ্ট ও যন্ত্রণা দেওয়া হতো, যতদিন না তার মৃত্যু হচ্ছে। আজকের এই আর্টিকেলে আমি ইতিহাসের অনেক ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে আলোচনা করব যেগুলো রোম্যান এবং কিউজেনের মানুষরা দুর্বলদের উপর প্রয়োগ করতো।
The iron maiden
এই শাস্তিতে মানুষকে জোর করে একটি লোহার খোলসের মধ্যে ঢুকিয়ে দেয়া হয় যার মধ্যে যুক্ত করা আছে বড় বড় সূচালো বস্তু বা তীক্ষ্ণ অগ্রভাগ। এই শাস্তি কে The iron maiden বলা হয়।
রোম্যান ক্যাথলিকের দ্বারা তৈরি করা নিয়ম কানুন যদি কেউ না মানে, তাহলে তাকে জোর করে এই সূচালো বাক্স বা খোলসে বন্দি করা হত। কয়েক মিনিটের জন্য এই খোলস বা বাক্সে মানুষের তেমন কোন কষ্ট হবে না। শুধুমাত্র তার শরীরে এই তীক্ষ্ণ বস্তুর স্কেচ পড়বে। কিন্তু এক থেকে দুই ঘণ্টা পর ওই মানুষ এই বক্সের ভিতরে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়বে পরবর্তীতে সে তার শরীরকে নাড়াচাড়া করতে চাইবে। এবং কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরে সে আর এভাবে থাকতে চাইবে না। তখন সে তার শরীরের মুভমেন্ট পরিবর্তন করবে এবং যার কারণে তীক্ষ্ণ বস্তুগুলো তার শরীরকে ক্ষত বিক্ষত করবে। এভাবে অপরাধীকে ভয়ানক কষ্ট ও যন্ত্রণা দিয়ে তিলে তিলে মেরে ফেলা হয়।
বন্ধুরা আপনাদের যদি এই শাস্তিটি কে ভয়ানক বলে মনে হয় তাহলে বলে রাখি এর থেকেও অনেকভয়ানক শাস্তি আছে। এখন আমি আপনাদের প্রাচীন চীনের সবচেয়ে ভয়াবহ শাস্তি সম্পর্কে বলব।
The Deadliest Tortures In History
এই শাস্তিতে মানুষকে মাটি থেকে কয়েক মিটার উপরে বাঁশ গাছের নিচে সমতলভাবে ঝুলন্ত বেঁধে রাখা হতো। এবং বাঁশ গুলোকে চাকুর সাহায্যে কেটে তীক্ষ্ণ বা সূচালো করা হতো। আপনারা তো জানেনই বাঁশ গাছ একদিনে প্রায় এক মিটার বড় হয়ে থাকে। এভাবে তিন থেকে চারদিন পরে সূচালো বাঁশ গুলো ঝুলন্ত ব্যক্তির এপাশ-ওপাশ হয়ে যেত।
Brazen bull
এই শাস্তিতে লোহার তৈরি একটি ষাঁড় গরু মধ্যে অপরাধীকে জোর করে প্রবেশ করানো হতো। যেখানে অপরাধী আনকনফোর্টেবল অবস্থায় থাকতো। শুধু তাই নয় এরপর লোহার তৈরি ষাঁড় গরু নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। কষ্ট ও যন্ত্রণায় অপরাধে চিৎকার করতো এবং তিলে তিলে মারা যেতো। অপরাধের চিৎকারে লোহার তৈরি ষাঁড় গরুর মুখ দিয়ে শব্দের প্রতিধ্বনি বের হতো যা শুনে ওই সময়ের রাজা বাদশারা নিজেদের মাইন্ড রিল্যাক্স করতো।
আপনাদের বলে রাখি এই শাস্তির যে আবিষ্কারক ছিল। সে যখন রাজাকে এই আবিষ্কার সম্পর্কে জানায়, তখন রাজা সর্বপ্রথম আবিষ্কারক কে পরীক্ষামূলকভাবে এটিতে পুড়িয়ে মেরে ফেলে।
বন্ধুরা এখন আমি আপনাদের যে শাস্তি সম্পর্কে জানাবো, সেই শাস্তিকে ইতিহাসের পাতায় সবচেয়ে ভয়ানক শাস্তি হিসেবে বিবেচনা করা হয়।
এই শাস্তিতে মানুষকে হাতির সাহায্যে শাস্তি দেওয়া হতো।
Execution By Elephants
এই শাস্তিতে হাতিকে প্রথমে মানুষের হাত পা এবং সর্বাঙ্গে দাঁড় করিয়ে মানুষের অস্থি সমূহকে ভেঙে ফেলা হতো। এখানে একটি হাতের পায়ের ওজন প্রায় চার টন হয়ে থাকে। হাতির সাহায্যে এভাবে অপরাধীকে শাস্তি দিয়ে জানে মেরে ফেলা হতো।
বন্ধুরা এই শাস্তি গুলোর মধ্যে কোন শাস্তিটি আপনাদের সবচেয়ে ভয়াবহ বলে মনে হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।
-min.jpg)

-min.jpg)

-min.jpg)

