![]() |
| Longest bridge in the world 🌍 |
বিশ্বের সবচেয়ে বৃহত্তম সেতু হলো, চীনে অবস্থিত
দানিয়াং কুনশান গ্র্যান্ড সেতুটি। ১৬৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতুর তকমা অর্জন করেছে।
এইতো মাত্র কয়েকদিন আগেই উদ্বোধন হলো বাংলাদেশের স্বপ্নের সেতু, পদ্মা সেতু। যা বাংলাদেশের দীর্ঘতম সেতু। যার দৈর্ঘ্য ছয় দশমিক ১৫ কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম সেতুর তালিকায় বাংলাদেশের পদ্মা সেতুর অবস্থান একশো বাইশ তম।
আজ পৃথিবীর পাঁচটি দীর্ঘতম সেতু সম্পর্কে আলোচনা করবো।
নাম্বার ৫: ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজ, চীন
বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজ নামক এই ব্রিজটি। এই ব্রিজটি চীনে অবস্থিত। ওয়েনান ওয়েইহে গ্র্যান্ড ব্রিজটির দৈর্ঘ্য ঊনোআশি হাজার সাতশো বত্রিশ মিটার। দশ হাজার শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর এই সেতুটির নির্মাণ কাজ দুই হাজার আট সালে শেষ হয়।
নাম্বার ৪: তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ, চীন
পৃথিবীর দীর্ঘতম সেতুর তালিকার চতুর্থ স্থানে রয়েছে তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ। তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজটি চীনে অবস্থিত। এই ব্রিজটি ল্যাংফাং ও কিংজিয়ান এলাকায় এক লাখ তেরো হাজার সাতশো মিটার দৈর্ঘ্য নিয়ে বিস্তৃত। এই সেতুটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে চলে গেছে। এই সেতুটির নির্মাণ কাজ দুই হাজার ছয় সালে শুরু হয়ে দুই হাজার এগারো সালে শেষ হয়।
নাম্বার ৩: ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ, চীন
বিশ্বের সবচেয়ে বড় সেতুর তালিকায় নাম আছে চীনের আরও এক সেতুর। যার নাম ক্যাংডে গ্র্যান্ড ব্রিজ। এই সেতুর দৈর্ঘ্য এক লাখ পনেরো হাজার নয়শো মিটার। এই সেতুটি বেইজিং-সাংহাই হাই-স্পিড লাইন বরাবর অবস্থিত। এই সেতুটিতে মোট তিন হাজার বিরানব্বইটি পিলার রয়েছে। এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার দশ সালে।
নাম্বার ২: চাংহুয়া-কোহশিউং ভায়াডাক্ট সেতু, তাইওয়ান
বিশ্বের বৃহত্তম সেতুর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাইওয়ানে অবস্থিত চাংহুয়া-কোহশিউং ভায়াডাক্ট সেতু। এই সেতুটির দৈর্ঘ্য একশো সাতান্ন দশমিক তিন কিলোমিটার। এই সেতু তাইওয়ান হাই স্পিড রেলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয় দুই হাজার সাত সালে।
নাম্বার ১: দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ, চীন
বিশ্বের সবচেয়ে বৃহত্তম সেতু হলো, চীনে অবস্থিত
দানিয়াং কুনশান গ্র্যান্ড সেতুটি। একশো পঁয়ষট্টি কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সেতুর তকমা অর্জন করেছে। এই সেতু চিনের জিয়াংসু প্রদেশের সাংহাই ও নানজিংয়ের মধ্যে অবস্থিত। একশো পঁয়ষট্টি কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটি চিনের বিশাল ইয়াংচেং হ্রদের উপর দিয়ে চলে গেছে। দুই হাজার ছয় সালে এর নির্মাণকাজ শুরু হয় ও সমাপ্ত হয় দুই হাজার দশ সালে। দীর্ঘ ৪ বছর ধরে দশ হাজার মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় এই সেতু্। দুই হাজার এগারো সালের জুনে দানিয়াং কুনশান গ্র্যান্ড সেতুটি উদ্বোধন করা হয়। মোট ৮ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত হয় সেতুটি। খাল, নদী, হ্রদ ও ধান ক্ষেত দিয়ে ঘেরা এলাকা অতিক্রম করার জন্য এই সেতুটি ঐ এলাকার মানুষের জন্য খুবই দরকার ছিল।
তো বন্ধুরা, বিশ্বের সর্ববৃহৎ পাঁচটি সেতুর মধ্যে চারটি সেতুই চীনে অবস্থিত। আর একটি অবস্থিত তাইওয়ানে।
