আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

ব্লু-জেট | Blue-jet - mayabee jagat

মেঘের উপরিতলে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা মিলে এই সুন্দর ব্লু জেট নামক ঘটনাটির। ভূপৃষ্ঠ থেকে মেঘের উপরিতলে দেখা দুষ্কর তাই এটা স্পেস থেকেই দেখা সম্ভব।
Blue-jet
Blue-jet

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এই ছবিটি তোলা হয়েছে।

এই ঘটনাটিকে ব্লু-জেট বলা হয়। আমরা সাধারণত বিদ্যুৎ চমকানি যেগুলো দেখি সেটা মেঘের নিচের তলে হয়ে থাকে।

কিন্তু মেঘের উপরিতলে কী বিদ্যুৎ চমকানো সম্ভব?? উত্তর হচ্ছে হ্যাঁ।।

ব্লু-জেট
ব্লু-জেট

মেঘের উপরিতলে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা মিলে এই সুন্দর ব্লু জেট নামক ঘটনাটির। ভূপৃষ্ঠ থেকে সাধারণত মেঘের উপরিতলে দেখা দুষ্কর তাই এটা স্পেস থেকেই দেখা সম্ভব।

একটি মন্তব্য পোস্ট করুন