![]() |
| Blue-jet |
ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে এই ছবিটি তোলা হয়েছে।
এই ঘটনাটিকে ব্লু-জেট বলা হয়। আমরা সাধারণত বিদ্যুৎ চমকানি যেগুলো দেখি সেটা মেঘের নিচের তলে হয়ে থাকে।
কিন্তু মেঘের উপরিতলে কী বিদ্যুৎ চমকানো সম্ভব?? উত্তর হচ্ছে হ্যাঁ।।
![]() |
| ব্লু-জেট |
মেঘের উপরিতলে যখন বিদ্যুৎ চমকায় তখন দেখা মিলে এই সুন্দর ব্লু জেট নামক ঘটনাটির। ভূপৃষ্ঠ থেকে সাধারণত মেঘের উপরিতলে দেখা দুষ্কর তাই এটা স্পেস থেকেই দেখা সম্ভব।

