আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

বাঙালিদের উপর পাকিস্তানিরা কী অত্যাচার করেছে? - mayabee jagat

মেয়েদেরকে উলঙ্গ করে লাথি মারতে মারতে, পশুর মত পিটিয়ে হেডকোয়ার্টারের দোতলা, তিনলা ও চারতলায় উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হতো।
পাকিস্তানী বাহিনী দ্বারা নারীদের প্রতি চালানো অকথ্য নির্যাতনে

বাঙালিদের উপর পাকিস্তানিরা কী অত্যাচার করেছে?
আগেই বলা ভালো পুরো লেখাটা ১৮+। পাকিস্তানী বাহিনী দ্বারা নারীদের প্রতি চালানো অকথ্য নির্যাতনের দলিল সুইপার রাবেয়া। ৭১ এর অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে সুইপার রাবেয়া বলেন :

মেয়েদেরকে উলঙ্গ করে লাথি মারতে মারতে, পশুর মত পিটিয়ে হেডকোয়ার্টারের দোতলা, তিনলা ও চারতলায় উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে রাখা হতো।

চলে যাওয়ার সময় পাঞ্জাবী সেনারা লাথি মারত আবার তালা বদ্ধ কামরার ভিতর ঢুকিয়ে রাখতো। হেডকোয়ার্টারের ওপরের তলার বারান্দায় বহু যুবতীকে মোটা লোহার তারের ওপর চুল বেধেঁ ঝুলিয়ে রাখা হতো।

সেখানে পাঞ্জাবীরা নিয়মিত যাওয়া আসা করতো। ঝুলন্ত উলঙ্গ যুবতীদের কেউ এসে কোমরের মাংস বেয়নেট দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করতো; আবার কেউ তাদের বক্ষের স্তন কেটে নিয়ে যেত; কেউ ধারালো চাকু দিয়ে কোন যুবতীর পাছার মাংস আস্তে আস্তে কাঁটতো; কেউ চেয়ারে দাঁড়িয়ে উন্নত বক্ষ নারীদের স্তনে মুখ লাগিয়ে ধারালো দাঁত দিয়ে স্তনের মাংস কামড়ে তুলে নিয়ে আনন্দে অট্টহাসি করতো; কেউ হাসতে হাসতে তাদের যোনিপথে লাঠি ঢুকিয়ে দিয়ে বিকৃত আনন্দ উপভোগ করতো।

মাঝে মাঝে পাকিস্তানি সৈন্যরা সেখানে এসে উলঙ্গ ঝুলন্ত মেয়েদেরকে এলোপাতাড়ি বেদম প্রহার করতো। এসব অত্যাচারে কোনো মেয়ে চিৎকার করলে তার যোনিপথে লোহার রড ঢুকিয়ে দিয়ে তৎক্ষণাৎ হত্যা করা হতো। মেয়েদের প্রত্তেকের হাত পিছনের দিকে বাধা থাকতো। 

প্রতিদিনের এমন বিরামহীন অত্যাচারে মেয়েদের মাংস ফেটে রক্ত ঝরছিল; কারও মুখেই সামনের দিকে দাঁত ছিল না; লাঠি ও লোহার রডের বেদম পিটুনিতে মেয়েদের আঙুল, হাতের তালু ভেঙে থেঁতলে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল; ঠোঁটের দুদিকের মাংস কামড়ে এবং টেনে ছিড়ে ফেলা হয়েছিল; এসব অত্যাচারিত ও লাঞ্ছিত মেয়েদেরকে প্রসাব পায়খানা করার জন্যেও হাত ও চুলের বাঁধন খুলে দেয়া হতো না। ঝুলন্ত আর উলঙ্গ অবস্থাতেই তারা প্রসাব পায়খানা করতো। আমি প্রতিদিন সেখানে গিয়ে এসব পরিষ্কার পরিচ্ছন্ন করতাম ।

একটি মন্তব্য পোস্ট করুন