আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

বিমানবন্দরে ১৮ বছর কাটানো এই ব্যক্তিটি || মেহরান করিমি নাসেরি || This person spent 18 years at the airport || Mehran Karimi Naseri || মায়াবী জগত

মেহরান করিমি নাসেরি নামক এই ব্যক্তিটি বিমানবন্দরে ১৮ টি বছর কাটিয়েছিলেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে কাগজপত্র হারিয়ে যাওয়ায় তিনি...
Mehran Karimi Nasseri

মেহরান করিমি নাসেরি নামক এই ব্যক্তিটি বিমানবন্দরে ১৮ টি বছর কাটিয়েছিলেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার পথে কাগজপত্র হারিয়ে যাওয়ায় তিনি যুক্তরাজ্যে যেতে পারেননি। তিনি ফ্রান্সেও থাকতে পারবেন না। তাই শরণার্থী হওয়ায় তিনি ফ্রান্সের বিমানবন্দরেই ১৮ বছর ধরে বসবাস করেন। 


আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে সরকারী ব্যবস্থা বেশ সংগঠিত। প্রতিটি সমস্যার জন্য আইন রয়েছে, কিন্তু সময়ের পরিবর্তনে কিছু লোক দুঃখজনকভাবে ত্রুটির মধ্যে পড়ে।  এমনই একজন দুর্ভাগা ব্যক্তি ছিলেন মেহরান করিমি নাসেরি, যিনি ঘটনার অদ্ভুত মোড়ের কারণে আঠারো বছর ধরে বিমানবন্দরে আটকে ছিলেন। আজকে তার বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আজকের এই আর্টিকেলটির মাধ্যমে জানতে পারবেন কেন তিনি আঠারো বছর ধরে বিমানবন্দরে আটকে ছিলেন। 



মেহরান করিমি নাসেরি। যিনি স্যার আলফ্রেড মেহরান নামেও পরিচিত, তিনি একজন ইরানি শরণার্থী। নাসেরি অভিযোগ করেছিলেন যে, উনিশশো সাতাত্তর সালে ইরান থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। যার ফলে বিভিন্ন আইন এর সহায়তায় তিনি শরণার্থী হিসেবে বিবেচিত হন এবং ইউরোপীয় দেশে বসবাসের অনুমতি পান। তবে নাসেরির এই অভিযোগটি তদন্তের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছিল। তদন্ত করে দেখা গেছে যে, নাসেরিকে কখনোই ইরান থেকে বহিষ্কার করা হয়নি। 


তার অভিভাবক ব্রিটিশ থাকার কারণে তিনি ইউরোপের দেশ যুক্তরাজ্যে থাকার সুযোগ পান। উনিশশো ছিয়াশি সালে তিনি যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেন। তাই উনিশশো আটাশি সালে তিনি ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং সেখানে যাওয়ার পথে তার লাগেজ হারিয়ে যাওয়ায় তার কাগজপত্র ও হারিয়ে যায়। এই বিপত্তি সত্ত্বেও, তিনি লন্ডনের উদ্দেশ্যে বিমানে চড়েছিলেন কিন্তু ব্রিটিশদের কাছে পাসপোর্ট উপস্থাপন করতে ব্যর্থ হলে তাকে দ্রুত ফ্রান্সে ফেরত পাঠানো হয়। ফলে ফরাসি পুলিশ তাকে গ্রেফতার করেন। কিন্তু তারপরও তাকে ছেড়ে দেয়া হয়, কারণ বিমানবন্দরে তাঁর প্রবেশ বৈধ ছিল এবং তাকে ফেরত পাঠানোর মতো কোন দেশ ছিল না। যার ফলে ফ্রান্সের বিমানবন্দর চার্লস ডি গল এ তিনি বসবাস করতে শুরু করেন। আর দীর্ঘ আঠারো টা বছর তিনি এই বিমানবন্দরেই বসবাস করেন। তার সময় কাটে তার ডায়েরিতে লেখা বা অর্থনীতি অধ্যয়নে। এছাড়াও বিমানবন্দরের কর্মচারীদের সাথেও গল্পগুজব করে তার সময় অতিবাহিত হয়। 

অর্থাৎ শরণার্থী হওয়ায় এবং এরকম বিপত্তির কারণে তাকে দীর্ঘ আঠারো বছর ফ্রান্সের এই বিমানবন্দরেই কাটাতে হয়। পরবর্তীতে জুলাই, দুই হাজার ছয় সালে তিনি বিমানবন্দর ত্যাগ করেন। 


Keywords: 

Mehran Karimi Nasseri, man who spent 18 year in airport, মেহরান কারিমি নাসেরি, বিমানবন্দরে 18 বছর কাটানোর ব্যক্তি, বিমানবন্দরে 18 বছর কাটানো

একটি মন্তব্য পোস্ট করুন