আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

পপকর্নের মতো দেখতে পাথর! পানির ট্যাংকির রং কালো কেন হয়? | Stones that look like popcorn! Why the color of the water tank is black? | মায়াবী জগত

একটি কুকুর বোম এর উপর প্রস্রাব করে বোমকে ডিসেবল করে দিয়েছিল। যার ফলে অনেক বড় দুর্ঘটনা থেকে সবাই বেঁচে গিয়েছিল। আর এই বিরত্বের কাজ করার জন্য ....
বোম ডিফিউস করেছিল যে কুকুরটি

একটি কুকুর বোম এর উপর প্রস্রাব করে বোমকে ডিসেবল করে দিয়েছিল। যার ফলে অনেক বড় দুর্ঘটনা থেকে সবাই বেঁচে গিয়েছিল। আর এই বিরত্বের কাজ করার জন্য কুকুরটিকে একটি ব্রোঞ্জের মেডেল দেয়া হয়েছিল। এই কুকুরটির নাম ছিল জুলিয়ানা। এই কুকুরটি বোম ডিফিউস করে অনেকজন সৈনিকে বাঁচিয়ে ছিলো।



অনেকদিন পর আবারও কিছু ফ্যাক্টস নিয়ে হাজির হলাম বন্ধুরা। আশা করি আপনারা উপভোগ করবেন।


Fact #1:

এমন একটি সমুদ্র সৈকত রয়েছে যেখানে আপনি পপকর্ন এর মতো পাথর দেখতে পারবেন। Fuerteventura নামের একটি জায়গা রয়েছে যেখানের সব জায়গার পাথর পপকর্নের মতো দেখতে। ওই সমস্ত জায়গায় গেলে মনে হবে যে আপনি পপকর্নের মাঝখানে রয়েছেন কিন্তু আসলে এগুলো পপকর্ন নয় বরং পাথর। কখনো ভুল করে পপকর্ন ভেবে খেয়ে ফেলবেন না আবার


Fact #2:

সূর্যমুখী ফুল অনেকগুলো ছোট ছোট ফুলের সম্বন্বয়ে গঠিত। আপনি যদি সূর্যমুখী ফুল ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে সূর্যমুখী ফুল এর মাঝখানে অনেক অনেক ছোট ছোট ফুল রয়েছে। 


Read also: আইনস্টাইনের থেকেও এগিয়ে কে এই বালক?


Fact #3:

একটি কুকুর বোম এর উপর প্রস্রাব করে বোমকে ডিসেবল করে দিয়েছিল। যার ফলে অনেক বড় দুর্ঘটনা থেকে সবাই বেঁচে গিয়েছিল। আর এই বিরত্বের কাজ করার জন্য কুকুরটিকে একটি ব্রোঞ্জের মেডেল দেয়া হয়েছিল। এই কুকুরটির নাম ছিল জুলিয়ানা। এই কুকুরটি বোম ডিফিউস করে অনেকজন সৈনিকে বাঁচিয়ে ছিলো।


Fact #4

২০১০ সালে যখন অনলাইনের তেমন জনপ্রিয়তা ছিল না তখন মানুষেরা অফলাইনে কথা বলতো এবং অফলাইনেই বলতো যে, তারা অনলাইনে কথা বলবে। কিন্তু আজ ২০২২ সালে মানুষেরা অনলাইনে বলে যে কখন তারা অফলাইনে দেখা করবে। অর্থাৎ সহজে বোঝা যায় যে প্রযুক্তি আমাদের জীবনকে কতটা পরিবর্তন করে দিয়েছে। 


Fact #5

আমাদের যখন এক্সরে করানো হয় তখন ডাক্তার আমাদেরকে সচরাচর বলে থাকেন সোজা থাকতে। কারণ একটু বাঁকা হলে এক্সরের রিপোর্ট ঠিক মতো আসবে না। কিন্তু যখন বাচ্চাদের এক্সরে রিপোর্ট বের করা হয় তখন কী বাচ্চাদেরকে অনেকক্ষণ সময় ধরে সোজা রাখা সম্ভব? একদমই না। তাই বাচ্চাদের জন্য এক ধরনের গ্লাস রয়েছে যে গ্লাসে বাচ্চাদেরকে রেখে তারপর এক্সরে রিপোর্ট তৈরি করা হয়। 


Read also: ইন্টারনেট কি আসলেই‌ সারাজীবনের জন্য বন্ধ করা সম্ভব?


Fact #6:

সাইকোলজিস্ট এর গবেষণার হিসেবে বলা হয়েছে যে যারা সবচেয়ে বেশি গালি দেয় আপনারা তাদেরকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারেন। এবং তাদের সাথে সব কথা শেয়ার করতে পারেন। তারা নাকি সবচেয়ে বেশি সদয়ও হন বলে সাইকোলজিস্টদের ধারণা। সাইকোলজিস্টরা আরো বলেন যে, যারা অনেক পরিমাণে গালি দেয়, তাদের মন ওপেন মাইন্ডেড হয় তাই তারা গালি দেয়। তাই তাদের ধারণা মতে আপনারা এরকম মানুষদের বিশ্বাস করতে পারেন। 


Fact #7:

বন্ধুরা আপনারা শুনলে অবাক হবেন যে ১৮৬৫ সালে পূর্ণিমার চাঁদ দেখা যায়নি। অর্থাৎ পূর্ণ চাঁদ দেখা যায়নি। ১৮৬৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণিমার চাঁদ দেখা যায়নি। আমরা সকলেই জানি, চাঁদের বিভিন্ন ধরনের রূপ রয়েছে তার মধ্যে পূর্ণিমার চাঁদ অন্যতম। কিন্তু সবার কাছে জিনিসটা অবাক লেগেছে যে, ১৮৬৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ণিমার চাঁদ দেখা যায়নি।


Fact #8:

আপনি কি জানেন, পানির টাংকির রং কালো হয় কেন? আপনি যদি মনে করেন যে, পানির টাংকির রং এমনিতেই কালো তাহলে আপনি ভুল। এর পিছনে বৈজ্ঞানিক একটি কারণ রয়েছে। এর কারণ হচ্ছে কালো রং সূর্য রশ্মি কে সবচেয়ে বেশি নিষ্কাশিত করতে পারে। যার ফলে টাংকির ভেতরের পানি সহজে গরম হয়না। তাছাড়াও পানির টাংকির রং কালো হওয়ার কারণে পানির টাংকিতে ময়লাও জমে না। যদি কালো টাংকির পরিবর্তে সাদা টাংকি ব্যবহার করা হতো তা হলে দেখা যেত যে টাংকিতে প্রচুর পরিমাণ ময়লা ধরতো এবং কয়েকদিন পরপর টাংকিটি পরিষ্কার করতে হতো। 


Fact #9:

আমরা কিছু কিছু কলমে রাবারের গ্রিপ দেখতে পাই। কিন্তু সব কলমে রাবারের গ্রিপ দেখতে পাই না। এর কারণ তেমন কিছুই নয়। সাধারণত আমরা পাঁচ টাকার কলমে এরকম রাবারের গ্রিপ দেখতে পাই না কিন্তু ১৫ থেকে ২০ টাকা বা এর থেকে বেশি দামের কলমে আমরা এরকম রাবারের গ্রিপ দেখতে পাই। এর কারণ হলো কলম যতই দামি হবে এর মূল্য ক্রেতাদের কাছে তুলে ধরা। অর্থাৎ ক্রেতারা যাতে তাদের টাকার মূল্য বুঝতে পারে সেই জন্যই এরকম গ্রিপ দেওয়া হয়। কিন্তু ৫ টাকার কলমে এরকম গ্রিপ দেওয়া হয় না, কারণ এর মূল্য কম। তবে আপনি যদি মনে করেন রাবারের গ্রিপ কলমকে ধরতে সাহায্য করে। তাহলে আপনি ভুল। এই রাবারের গ্রিপ কলমকে ধরতে তেমন সাহায্য করে না। বরং কলমে কোনো অতিরিক্ত গ্রিপের প্রয়োজন পরে না। 


একটি মন্তব্য পোস্ট করুন