আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশে যেসব অবাক করার মত জিনিস রয়েছে! | There are amazing things in the deepest part of the ocean! | মায়াবী জগত

সমুদ্রের সবচেয়ে গভীরে রয়েছে Black Sea Devil নামের এক ধরনের আজব প্রাণী। যা দেখতে ডেভিলের মতো। এই আজব প্রাণীটি Mariana Trench নামক সমুদ্রের সবচেয়ে...
Black Sea Devil

সমুদ্রের সবচেয়ে গভীরে রয়েছে Black Sea Devil নামের এক ধরনের আজব প্রাণী। যা দেখতে ডেভিলের মতো। এই আজব প্রাণীটি Mariana Trench নামক সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে বসবাস করে। 


এই পৃথিবীর সমুদ্রের বেশিরভাগ অংশই বিজ্ঞানীরা অনুসন্ধান করতে পারেননি। কিন্তু আপনার মনে কি কখনো এরকম প্রশ্ন আসেনি? যে যদি পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ অনুসন্ধান চালানো হয়, এমনকি ধরুন পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশে যদি যাওয়া হয় যার নাম হলো Mariana Trench তাহলে সেখানে কি পাওয়া যাবে? কি রয়েছে সমুদ্রের গভীরতম অংশে? 

বন্ধুরা আমরা হয়তো সকলেই জানি যে, Mariana Trench নামক একটি স্থান রয়েছে যেখানে, সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশ রয়েছে। তো এখন আমি যদি প্রশ্ন করি যে এই জায়গায় যদি অনুসন্ধান চালানো হয় , তাহলে কি পাওয়া যাবে? বন্ধুরা এই স্থানে বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়েছিল। এবং কিছু অবাক করা তথ্য তারা কালেক্ট করতে পেরেছিল। আজ আমি আপনাদের সাথে এরকম মজার তথ্য শেয়ার করতে যাচ্ছি। 


Read also: যে কারণে ১২ মেগাপিক্সেল এর ক্যামেরা ৪৮ মেগা পিক্সেল এর ক্যামেরা থেকে বেশি ভালো


বন্ধুরা আপনি ইমাজিন করুন যে, আপনি সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থানে যাচ্ছেন। তাহলে আপনি সর্বপ্রথম একটি অক্টোপাস দেখবেন। যার নাম "Dumbo Octopus"। Mariana Trench এর ৯ হাজার আটশো মিটার গভীরে গেলে আপনি এই অক্টোপাসটি দেখতে পাবেন। এটা এমন ধরনের প্রাণী যা মাছকে একদম গিলে ফেলতে পারে। 

তারপর আরেকটু নিচে গেলে আপনি দেখতে পাবেন "Comb Jelly" । এটা এক ধরনের জেলিফিশ। পৃথিবীর সবচেয়ে সুন্দর প্রাণীদের মধ্যে এটি অন্যতম। এটি সমুদ্রের সবচেয়ে গভীরে অন্ধকারে লাইটের মত উজ্জ্বল হয়ে থাকে। আর অন্ধকারে একে দেখতে খুব সুন্দর লাগে। যদিও এ কে দেখার সুযোগ হয়তো আমাদের হবে না। 

সমুদ্রের সবচেয়ে গভীরে কিছু মাছ রয়েছে যারা কখনোই ঘুমায় না। সমুদ্রের উপরে যেসব মাছ রয়েছে তারা সাধারণত ঘুমায়। কিন্তু Mariana Trench এ অথবা সমুদ্রের গভীরে থাকা মাছগুলো কখনোই ঘুমায় না। 

আরো কিছু অদ্ভুত জন্তু জানোয়ার এর দেখা পাবেন। Black Sea Devil নামের একটি মাছ আপনি দেখতে পাবেন। যার চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর অর্থাৎ প্রায় ডেভিল এর মতো। এর চেহারা ডেভিল এর মত দেখতে বলে এর নাম এরকম।

আরেকটা আজব ধরনের সার্ক দেখতে পাবেন যার নাম Frilled Shark । এর দাঁত এবং শরীরকে দেখলে মনে হবে যেন কোন সাপ সার্কে রূপান্তরিত হয়েছে। 


Read also: কৃত্রিম সূর্য তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে চীন 


উপরে যে সব জন্তু-জানোয়ারের কথা বলেছি তাছাড়া ও সমুদ্রের গভীরে আরো হাজার হাজার, লাখ লাখ বা কোটি কোটি প্রাণী আপনি দেখতে পাবেন, যা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই হয়তো নেই। আপনাদের ধারণা থাকা তো দূরের কথা বিজ্ঞানীরাও এ সম্পর্কে কিছুই জানেনা। আপনি হয়তো ভাবতে পারেন বিজ্ঞান অনেক এগিয়ে গেছে তাহলে কেন আমরা এগুলো সম্পর্কে জানব না? তো আমি বলব যে, বিজ্ঞান অবশ্যই এগিয়ে গেছে। কিন্তু ওই অংশে অর্থাৎ সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশে যাওয়ার জন্য একটি সাবমেরিন এর উপর সমুদ্রের পানির চাপে সাবমেরিনটি নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। অর্থাৎ বলাই যায় যে, এই অঞ্চলে সাবমেরিন নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। আর তাছাড়াও সাবমেরিন খুবই কম। আর সমুদ্রের গভীরতম অংশের যেতে হলে অনেক টাকা খরচ হবে। তাই এই বিষয়গুলো চিন্তা করে, কেউই সমুদ্রের সবচেয়ে গভীরতম অংশে অনুসন্ধান চালানোর উদ্দেশ্যে যেতে পারে না। কিন্তু অবিশ্বাস্যভাবে খুব কম সংখ্যক মানুষেরাই ওই অঞ্চলে যেতে পেরেছিল। তারা সামান্য কিছু তথ্য নিয়ে আসতে পেরেছিল। কিন্তু এই সামান্য তথ্যগুলো আমাদের জন্য খুবই সামান্য। কারণ সমুদ্রের গভীরে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। 

তবে আমরা আশা করছি ভবিষ্যতে বিজ্ঞানীরা এ বিষয়টি নিয়ে যথেষ্ট অনুসন্ধান চালাবে। এবং সমুদ্রের গভীরতম গভীরের রহস্য ভেদ করবে ইনশাআল্লাহ। 


Keywords:

সমুদ্রের সবচেয়ে গভীরে কি রয়েছে, সমুদ্রের সবচেয়ে গভীরে, world's deepest part of the ocean, সমুদ্রের গভীরের জীবজন্তু, অদ্ভুত মাছ, অদ্ভুত প্রাণী

একটি মন্তব্য পোস্ট করুন