আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

সোনালি রক্ত বা গোল্ডেন ব্লাড কি আসলেই আছে?- মায়াবী জগত

১৯৬০ সালে এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এই ধরনের বিশেষ রক্ত দেখা গিয়েছিল। এটিই ছিল সোনালি রক্ত বা Golden Blood যা প্রতি ৬০ লক্ষ মানুষের মধ্যে মাত্র...
সোনালি রক্ত


১৯৬০ সালে এক অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এই ধরনের বিশেষ রক্ত দেখা গিয়েছিল। এটিই ছিল সোনালি রক্ত বা Golden Blood যা প্রতি ৬০ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের হতে পারে। 


আমরা জানি পৃথিবীতে মাত্র চারটি রক্তের গ্রুপ রয়েছে  A, B, O এবং AB। এর সাথে রয়েছে Rh ফ্যাক্টর। যা এই চারটি রক্তের গ্রুপ এ পজেটিভ ও নেগেটিভ ধর্ম নির্দেশ করে। কিন্তু রক্তের গ্রুপ কি শুধু এই চারটি গ্রুপ এর উপরেই বিদ্যমান! সাধারণভাবে রক্তের গ্রুপ চারটি হলেও আরেকটি রক্তের গ্রুপ রয়েছে। যাকে "Golden blood" সোনালী রক্ত বলা হয়। 


স্বাভাবিকভাবে মানুষের মধ্যে চারটি রক্তের গ্রুপের যেকোনো একটি থাকলেও অস্বাভাবিক ভাবে এই সোনালী রক্তের গ্রুপ ও মানুষের রক্তে থাকতে পারে। তবে তা খুবই বিরল এবং খুব কম সংখ্যক মানুষের মধ্যেই বিরাজমান থাকতে পারে। জানা গেছে যে, পৃথিবীর প্রতি ৬০ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের এই "সোনালী রক্ত" থাকতে পারে। পৃথিবীতে মাত্র ৪৩ জন মানুষ রয়েছে যাদের সোনালী রক্ত রয়েছে বলে জানা গেছে। আবার কারও মতে এর সংখ্যা একটু কম বেশি হতে পারে। তবে ৫০ এর কম সংখ্যক মানুষের এই ধরনের রক্তের গ্রুপ রয়েছে বলে জানা যায়। 


Read more: স্যামসাং, অ্যাপল এবং গুগলকে টক্কর দিতে Oppo 2024 সালে তাদের প্রথম মোবাইল প্রসেসর লঞ্চ করবে..


সোনালি রক্ত আসলে কি? 

সাধারনত Rh ফ্যাক্টর দ্বারা আমরা রক্তের পজিটিভ না নেগেটিভ ধর্ম বের করতে পারি। ১৯৬০ সালে একজন অন্তঃসত্ত্বা মহিলার শরীরে এই বিশেষ ধরনের রক্তের খোঁজ পাওয়া গিয়েছিল যেটির Rh ফ্যাক্টর সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। অর্থাৎ এই Rh ফ্যাক্টর দ্বারা রক্তের পজেটিভ আর নেগেটিভ ধর্ম প্রকাশ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে চিকিৎসকরা এই ভিন্নধর্মী বিশেষ রক্তের নাম "সোনালি রক্ত" বা "Golden Blood" দেন। 


সোনালি রক্ত কাদের হয়?

সাধারণত জিনগত কারণেই এই ধরনের রক্ত দেখা যেতে পারে। তবে এটি খুবই বিরল। এটি আগের প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হতে পারে। তবে অনেক বেশি প্রজন্ম পরে এই রক্তের দেখা পাওয়া যেতে পারে। তা থেকে বোঝা যায় যে, এই ধরনের রক্ত খুব কম সংখ্যক মানুষের মধ্যেই দেখা যেতে পারে না।


Read more: ডাইনোসর | Dinosaurs - mayabee jagat 


এই রক্তের মানুষেরা কাদের থেকে রক্ত পাবেন?

যাদের এই ধরনের রক্ত রয়েছে তারাই তাদের থেকেই এ ধরনের রক্ত গ্রহণ করতে পারবেন। অর্থাৎ সোনালি রক্ত যাদের রয়েছে সোনালি রক্তের লোকেরা তাদের থেকেই রক্ত গ্রহণ করতে পারবেন। অর্থাৎ বোঝাই যায় যে এই রক্ত পাওয়া খুবই দুষ্কর। 


অর্থাৎ বন্ধুরা এই ছিল সোনালি রক্ত সম্পর্কে হালকা-পাতলা কিছু ধারনা। এই রক্ত নিয়ে আশঙ্কা করার কোনো প্রয়োজন নেই। এই ধরনের রক্ত খুবই বিরল। 


তথ্যসূত্র: 

bangla.hindustantimes.com


সার্চ কিওয়ার্ড: 

ও নেগেটিভ রক্তের দাম, রক্তের গ্রুপ বি পজেটিভ, কোন রক্তের গ্রুপ সবচেয়ে কম পাওয়া যায়, Abo রক্তের গ্রুপ বলতে কি বুঝ, ও পজেটিভ রক্ত ভালো না খারাপ, কোন রক্তের গ্রুপ কত পার্সেন্ট



একটি মন্তব্য পোস্ট করুন