| রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি |
যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া। তবে এই যুদ্ধবিরতি শুধুমাত্র মারিউপুল ও ভোলনোভখা শহরের জন্য এবং মাত্র কয়েক ঘণ্টার জন্য।
মারিউপোল এবং ভলনোভাখা বন্দর শহরে জারি করা হয়েছে সাময়িক যুদ্ধবিরতির। বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
Read more: ফুঁ দিয়ে কেকের মোমবাতি নেভালে কি হয়? - mayabee jagat - মায়াবী জগত
আমরা জানি ন্যাটোকে কেন্দ্র করে রাশিয়া ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। ভয়াবহ ভাবে এই যুদ্ধটি চলছিল। তবে হঠাৎ করে আজ শনিবার স্থানীয় সময় সকাল দশটায় এই যুদ্ধবিরতির ঘোষণা করা হয়। কিভ-মস্কো সঙ্ঘাতের দশম দিনে ঘোষণা করা হলো এই সামরিক যুদ্ধবিরতির।
Read more: রসগোল্লার ইংরেজি নাম কি? যা ৯৯% মানুষ ভুল করে - মায়াবী জগত
রাশিয়ার নিয়ন্ত্রিত এক সংবাদমাধ্যম "স্পুটনিক নিউজ" এই খবর প্রচার করে। যুদ্ধ ঘোষণার আগে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার একটা আলোচনা সংঘটিত হয়েছিল। এই দ্বিতীয় দফার বৈঠক বা আলোচনায় শান্তির উদ্দেশ্যে অসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়ার কথা তোলা হয়েছিল। তো এখন প্রশ্ন হল এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা কেন এলো? উত্তরটা হলো এটাই যে, দ্বিতীয় দফার বৈঠকের পর শান্তির উদ্দেশ্যে অসামরিক বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দেয়ার জন্যই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
Read more: ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনাভাইরাস এর নতুন আরো একটি ভেরিয়েন্ট , যা …
রুশ বাহিনীরা এখন পর্যন্ত দক্ষিণের শহর খারসেনের দখল নিতে সক্ষম হয়েছে। তবে বন্দর শহর ওডেসা ও মারিউপোলকে এখনো দখলে আনতে সক্ষম হয়নি। এই দুই শহরে চালানো হয়েছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। যার ফলে এই শহরে বেশকিছু অসামরিক বাসিন্দাদের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পূর্ববর্তী দিনের মতো দশম দিনেও ভয়াবহ ভাবে আক্রমণ করা হচ্ছিলো ইউক্রেনকে। একের পর এক গুরুত্বপূর্ণ জায়গা দখল নিতে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনীরা। মারিউপোল দখল নেয়ার জন্য রাশিয়া কতটুকু মনোযোগী তা তাদের আক্রমণ দেখে বোঝা যাচ্ছে।
Read more: সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি - মায়াবী জগত
শনিবার মারিউপোলের মেয়র জানিয়েছেন, "কয়েকদিন ধরে এই বন্দরে প্রবল আক্রমণ করেছে রাশিয়া। ইউক্রেন সেনারাও প্রতিরোধ গড়ে তুলেছে। তবে আজ শনিবার ৫ই মার্চ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলো রাশিয়া"। তবে এই যুদ্ধবিরতি শুধুমাত্র মারিউপুল ও ভোলনোভখা শহরের জন্য এবং মাত্র কয়েক ঘণ্টার জন্য। ধন্যবাদ।
তথ্যসূত্র:
anandabazar.com
news24bd
Keyword:
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রাশিয়া, ইউক্রেন, ন্যাটো, রাশিয়া ঘোষণা করলো যুদ্ধবিরতির, বিমান হামলা করলো রাশিয়া, রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব, যুদ্ধবিরতি,