আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

পাই দিবস কি? কেন পাই দিবস পালন করা হয়? - মায়াবী জগত।

পাই এর প্রথম তিনটি সংখ্যা ৩.১৪ মার্চের ১৪ তারিখ কে নির্দেশ করে বলে ১৪ ই মার্চ কে পাই দিবস হিসেবে পালন করা হয়।
পাই দিবস

পাই এর প্রথম তিনটি সংখ্যা ৩.১৪ মার্চের ১৪ তারিখ কে নির্দেশ করে বলে ১৪ ই মার্চ কে পাই দিবস হিসেবে পালন করা হয়।


প্রতিবছর ১৪ ই মার্চ গাণিতিক চিহ্ন পাই দিবস পালন করা হয়। ১৯৮৮ সালে পদার্থবিদ ল্যারি 'শ এই দিবসটি প্রতিষ্ঠা করেন। পাই এর প্রথম তিনটি সংখ্যা ৩.১৪ মার্চের ১৪ তারিখ কে নির্দেশ করে বলে ১৪ ই মার্চ কে পাই দিবস হিসেবে পালন করা হয়। তাছাড়াও ১৪ ই মার্চ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। তাই ১৪ ই মার্চ পাই দিবস পালন করার যথাযথ দিন বলে তিনি মনে করেন। 

প্রথম পাই দিবস উদযাপনটি সান ফ্রান্সিসকো-ভিত্তিক ইন্টারেক্টিভ সায়েন্স মিউজিয়াম এক্সপ্লোরটোরিয়ামে (শ'র কাজের জায়গা) হয়েছিল এবং একটি বৃত্তাকার প্যারেডে বিশেষ আনুষ্ঠানিকতায় পালন করা হয়েছিল।  2009 সাল পর্যন্ত এই দিবসকে তেমন কোনো গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হতো না। কিন্তু ২০০৯ সালের পর থেকে এটি আমেরিকায় সরকারি ছুটি হিসেবে পালন করা হচ্ছে । 


Read more: ইউটিউব সম্পর্কে মজাদার কিছু তথ্য যা হয়তো আপনি জানেন না - মায়াবী জগত


তো এখন প্রশ্ন হল তাই নিয়ে এত মাতামাতি বা হইচই কেন? 

যারা বিজ্ঞান শাখায় পড়াশোনা করেন বা বিজ্ঞান বিষয় নিয়ে গবেষণা করেন তারা হয়তো নিশ্চয়ই জানেন যে গাণিতিক সমস্যা সমাধানে পাই এর কতটা গুরুত্ব রয়েছে । প্রাচীন গ্রিক গণিতবিদ আর্কিমিডিসকে পাই এর আনুমানিক মান নির্ভুলভাবে গণনা করার জন্য কৃতিত্ব দিয়েছিলেন। ধারণা করা হয় গ্রিক গণিতবিদ আর্কিমিডিস সর্বপ্রথম এর গণনা করতে সক্ষম হন। কিন্তু তারপরও পুরোপুরি মান বের করা সম্ভব হয়নি। এটি একটি অনন্য সংখ্যা। এর পুরো মান বের করা কখনোই সম্ভব নয় । একে আমরা সংক্ষিপ্তভাবে ৩.১৪ পর্যন্ত হিসাব করে থাকি। তবে কোটি কোটি ডিজিট পর্যন্ত হিসাব করা যায়। কোটি কোটি ডিজিট পর্যন্ত হিসাব করলেও এর সঠিক মান পাওয়া যায় না। তাই বিজ্ঞানীরা ধারণা করে নিয়েছেন যে এ সংখ্যাটি অনন্য বা ইনফিনিট। গাণিতিক সমস্যা সমাধানে এ সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। একটি বৃত্তের পরিসীমা বা বৃত্তের নানারকম হিসাব কার্যে পাই এর মান ব্যবহার করে খুব সহজেই সমস্যা সমাধান করা সম্ভব হয়। এছাড়াও এই পাই এর মান দিয়ে অনেক কঠিন ও জটিলতর সমস্যা সমাধান করা যায়। তাই বলা হয় যে এ সংখ্যাটি আধুনিক বিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ। তো বোঝাই গেল যে এই সংখ্যাটি নিয়ে এতো হৈ চৈ কেন। 

18 শতকের মাঝামাঝি থেকে পাইকে গ্রীক অক্ষর π দ্বারাও উপস্থাপন করা হয়েছে।  আসলে, "পাই" শব্দটি  গ্রীক শব্দ perimetros এর প্রথম অক্ষর থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ পরিধি। 


Read more: দুর্ঘটনাবশত উদ্ভাবিত হয়েছিল ওয়াই-ফাই! - মায়াবী জগত।


তো বন্ধুরা এই ছিল পাই নিয়ে হালকা পাতলা কিছু ধারনা। বিজ্ঞানীরা প্রায় 1 ট্রিলিয়ন দশমিক সংখ্যারও বেশি পর্যন্ত এই সংখ্যার গণনা করেছেন। এবং তারা নিরলসভাবে আরো সংখ্যার গণনা করার চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন। আজ যেহেতু পাই দিবস তো এই কারণেই আপনাদের কিছু তথ্য দেয়ার চেষ্টা করলাম পাই  সম্পর্কে। ধন্যবাদ।


তথ্যসূত্র:

history.com


Keywords:

history of pi, পাই এর ইতিহাস, পাই দিবস কেন পালন করা, পাই দিবস, পাই দিবস কি, পাই বিজ্ঞানে কেন জনপ্রিয়, গণিত, পদার্থবিজ্ঞান, গণিতে পাই এর তাৎপর্য,

একটি মন্তব্য পোস্ট করুন