আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

"ন্যাটো" জানা অজানা কথা - mayabee jagat

ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। যার বর্তমান সদস্য সংখ্যা ৩০ টি। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

ন্যাটো
ন্যাটো

ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। যার বর্তমান সদস্য সংখ্যা ৩০ টি। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এর বর্তমান মহাসচিব হলেন জ্যাকসন স্টলবারবার্গ। 

NATO (North Atlantic Treaty Organisation)

বাংলায় যার অর্থ হয় "উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট"। এই সামরিক সহযোগিতার জোটটি ১৯৪৯ সালের ৪ এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রকানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য। এছাড়াও তুরস্ক এই জোটের সদস্য। এর প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ১২ টি। ন্যাটোর বর্তমান সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। তবে পূর্বে এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে ছিল। এই সামরিক জোটের এস্যোসিয়েট সদস্য দেশ রাশিয়া সদস্য নয়। সদস্য দেশগুলোর মধ্যে মুসলিম দেশ হল তুরস্ক ও আলবেনিয়া। ন্যাটোর বর্তমান মহাসচিব হলেন জেসন স্টলবারবার্গ।


Read also: ফ্রান্সে শনাক্ত হয়েছে করোনাভাইরাস এর নতুন আরো একটি ভেরিয়েন্ট , যা নাকি ওমিক্রণ থেকেও শক্তিশালী! - মায়াবী জগত


চলুন এবার জেনে আসি ন্যাটোর বর্তমান অবস্থা সম্পর্কে-

ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০ টি। সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া ২৭/০৩/২০২০ তারিখে। ২০০৯ সালের ১ এপ্রিল আলবেনিয়া এবং ক্রোয়েশিয়া ন্যাটোতে যোগ দেয়। ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীর খরচ পৃথিবীর সকল দেশের সামরিক খরচের প্রায় ৭০ ভাগ।


Read also: সবচেয়ে বেশি মামলাবাজ ব্যক্তি


চলুন জেনে আসি এবার ন্যাটোর উদ্দেশ্য সমূহ-

প্রতিষ্ঠার প্রথম দুই বছর ন্যাটো একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করতো। তবে কোরীয় যুদ্ধের পর ন্যাটোর সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দুইজন সর্বোচ্চ সামরিক কমান্ডার এর অধীনে একটি সমন্বিত সামরিক কাঠামো গঠন করা হয়। ন্যাটোর প্রথম মহাসচিব ছিলেন লর্ড ইসমে। তিনি ১৯৪৯ সালে বলেন যে, "এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হল রাশিয়ানদের দূরে রাখা, আমেরিকানদের কাছে আনা এবং জার্মানদের দাবিয়ে রাখা"। 


সদস্য দেশ সমূহ:


প্রতিষ্ঠাতা দেশ সদস্য দেশ
প্রতিষ্ঠাতা দেশবেলজিয়াম সদস্য দেশগ্রীস
প্রতিষ্ঠাতা দেশকানাডা সদস্য দেশতুরস্ক
প্রতিষ্ঠাতা দেশডেনমার্ক সদস্য দেশজার্মানী
প্রতিষ্ঠাতা দেশফ্রান্স সদস্য দেশস্পেন
প্রতিষ্ঠাতা দেশআইসল্যান্ড সদস্য দেশচেক রিপাবলিক
প্রতিষ্ঠাতা দেশইটালি সদস্য দেশহাঙ্গেরী
প্রতিষ্ঠাতা দেশলুক্সেমবার্গ সদস্য দেশপোল্যান্ড
প্রতিষ্ঠাতা দেশনেদারল্যান্ড সদস্য দেশবুলগেরিয়া
প্রতিষ্ঠাতা দেশনরওয়ে সদস্য দেশএস্তোনিয়া
প্রতিষ্ঠাতা দেশপর্তুগাল সদস্য দেশলাটভিয়া
প্রতিষ্ঠাতা দেশযুক্তরাজ্য সদস্য দেশলিথুয়ানিয়া
প্রতিষ্ঠাতা দেশযুক্তরাষ্ট্র সদস্য দেশরোমানিয়া
প্রতিষ্ঠাতা দেশ-- সদস্য দেশস্লোভাকিয়া
প্রতিষ্ঠাতা দেশ-- সদস্য দেশআলবেনিয়া
প্রতিষ্ঠাতা দেশ-- সদস্য দেশক্রোয়েশিয়া
প্রতিষ্ঠাতা দেশ-- সদস্য দেশমন্টিনিগ্রো
প্রতিষ্ঠাতা দেশ-- সদস্য দেশউত্তর মেসোডেনিয়া

তথ্যসূত্র:

wikipedia.org


Keywords:

Nato এর সর্বশেষ সম্মেলন ২০২০, Nato এর সর্বশেষ সম্মেলন ২০১৯, NATO Headquarters, বর্তমানে ন্যাটোর সদস্য দেশ কয়টি?, NATO members, বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট, কোনটি, ওয়ারশ প্যাক্ট, ন্যাম, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, রাশিয়া, ইউক্রেন

একটি মন্তব্য পোস্ট করুন