| ব্যাঙেরা কিভাবে জল খায়? |
ব্যাঙেরা মুখ দিয়ে পানি পান না, ব্যাঙেরা পানি পান করার পরিবর্তে, তাদের ত্বকের মাধ্যমে পানি শুষে নেয়।
পিপাসা পেলে আমরা তো ঢকঢক করে পানি গিলি, মানে পান করি। ব্যাঙেরও তো পিপাসা লাগে। তাই বলে ওরা কিন্তু পানি পান করে না। বরং ব্যাঙেরা চামড়া দিয়ে শুষে নেয় এবং নিজ পানির পিপাসা মিটায়।
সূত্র:
samakal.com
সার্চ কি-ওয়ার্ড
সোনা ব্যাঙ এর উপকারিতা,সোনা ব্যাঙ এর বৈশিষ্ট্য,সোনা ব্যাঙ ও কুনো ব্যাঙের পার্থক্য,ব্যাঙ কিভাবে খায়,ব্যাঙের ডাক কি,ব্যাঙের জীবনচক্র ছবি,সোনা ব্যাঙ english,ব্যাঙ কি ডিম পারে,সোনা ব্যাঙ এর বৈজ্ঞানিক নাম,কুনো ব্যাঙ এর বৈশিষ্ট্য,ব্যাঙ এর ছবি,ব্যাঙ এর প্রকারভেদ,বাংলাদেশের ব্যাঙ,ব্যাঙ লাফিয়ে চলে কেন