| Tik Tok 2016 সালে রিলিজ হয়েছিল। Tik Tok ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে 52 মিনিট সময় বা ১ ঘন্টা tik Tok দেখেই কাটিয়ে দেয়। 41% Tik Tok ব্যবহারকারীর বয়স 16 থেকে 24 বছর। |
বন্ধুরা টিকটক হয়তো আমরা সকলেই ব্যবহার করে থাকি। বাংলাদেশে টিকটক খুবই জনপ্রিয় একটি অ্যাপ। প্রতিভা প্রকাশ করার জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম বলা হয় টিকটক কে। তরুণ সমাজের মধ্যে টিকটক খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফরম কিন্তু টিকটক সম্পর্কে অনেকেরই হয়তো তেমন কোন ধারণা নেই। তো বন্ধুরা আজকে আমি টিকটক সম্পর্কে কিছু মজাদার ফ্যাক্টস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা এসব ফ্যাক্টস শুনে অবাক হয়ে যাবেন।
2020 সালে গ্লোবালি সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপ ছিল টিক টক।
বন্ধুরা আপনি শুনে অবাক হবেন যে 2020 সালের মার্চ মাসে 115 মিলিয়ন বার টিক টক ডাউনলোড করা হয়েছিল। শুধু এই এক মাসে টিকটক সর্বোচ্চবার ডাউনলোড হয়েছিল। ধারণা করা হয়েছে যে 2020 সালে কভিড 90 প্যানডেমিক সিচুয়েশনের কারণে অনেক মানুষই টিকটক ব্যবহার করা শুরু করেছে তারা তাদের সময় কাটানোর জন্য টিকটক ব্যবহার করেছিল তাই টিকটক এতবার ডাউনলোড হয়েছিল।
চায়নাতে টিকটকের ভিন্ন নাম রয়েছে।
বন্ধুরা হয়তো আমরা সকলেই জানি যে টিকটক 2016 সালে রিলিজ হয়েছিল এবং আসল টিকটক অ্যাপ্লিকেশনটি চায়নায় তৈরি হয়েছিল।
কিন্তু পরবর্তীতে 2017 সালে চায়নাতে এটি “Douyin” নামে রিলিস পেয়েছিল। নাম ভিন্ন হলেও অ্যাপ্লিকেশন দুটি একই।
প্রায় 41 শতাংশ টিকটক ইউজার দের বয়স 16 থেকে 24 বছরের মধ্যে।
টিকটক অ্যাপ্লিকেশন টি তরুণ সমাজ কে প্রাধান্য দিয়েই তৈরি করা হয়েছে। গানের সাথে অভিনয় লিপসিং এবং সিঙ্গিং এর জন্য অ্যাপ্লিকেশন টি তরুণ সমাজের কাছে খুবই খুবই খুবই জনপ্রিয়। 2019 সালের একটি সার্ভে থেকে জানা গেছে যে প্রায় 41% টিকটক ব্যবহারকারীর বয়সই 16 থেকে 24 বছর। আপনিও কি টিকটক ব্যবহারকারী? যদি আপনিও টিকটক ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
প্রতিদিন গড়ে 52 মিনিট সময় টিকটক দেখে ব্যয় করা হয়।
2019 সালের একটি পরিসংখ্যান থেকে দেখা গেছে যে , আমরা প্রতিদিন গড়ে 52 মিনিট সময় টিকটক দেখে ব্যয় করি। প্রতিদিন গড়ে 6 থেকে 7 বার আমরা টিকটক ওপেন করে থাকি। অর্থাৎ প্রায় এক ঘণ্টার মতো সময় টিকটক দেখে ব্যয় করা হয়। তাহলে তো বুঝতেই পারছেন যে টিকটকের প্রতি আমরা কতটা আশক্ত।
আপনি কি জানেন টিকটক এ টাইম ম্যানেজমেন্ট এর একটি ফিচার ছিল?
2019 সালে টিকটকের প্রতি যখন মানুষদের আসক্তি অত্যাধিক ছিল তখন “You’re in Control” নামে একটি ফিচার চালু করা হয়েছিল। ফিচারটি 2019 সালের এপ্রিল মাসে চালু করা হয়। এই ফিচারটি ব্যবহারকারীদের ক্রমাগত স্ক্রিনের দিকে তাকানোর থেকে বিরতি নিতে উৎসাহিত করতো। এই ফিচারটি ব্যবহারকারীদের মানসিক ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে চালু করা হয়েছিল। যদিও বর্তমানে এই ফিচারটি হয়তো নেই। যদি আপনি এই ফিচারটি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
সূত্র: