অপটিক্যাল ইলিউশনস (চোখের ধাঁধা)
উপরের যিনি আমাদের তৈরি করেছেন, তার লীলাখেলা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি, কিছু বুঝি, আর কিছু রয়ে যায় রহস্য। চোখের ব্যাপারটাই ধরুন, কত কি রহস্য যে আছে চোখ নিয়ে।
নীচে অপটিক্যাল ইলিউশনস এর ছবি দিলাম। অনেকের কাছে ব্যাপারটা নতুন ও আনন্দদায়ক হতে পারে।
ছবিটি দেখে কয়েক সেকেন্ডের জন্যও কি মনে হয়েছে লোকটি উলঙ্গ? আসলে এসব অপটিক্যাল ইলিউশনস বা চোখের ধাঁধা।