| "প্যান্সেজ ডু গোইন্স" হলো ফ্রান্সের একটি রাস্তা যা সমুদ্রের জোয়ারের কারণে দিনে দুবার পানির নিচে অদৃশ্য হয়ে যায়! |
Le Passage du Gois, France
"প্যান্সেজ ডু গোইন্স" হলো ফ্রান্সের একটি রাস্তা যা সমুদ্রের জোয়ারের কারণে দিনে দুবার পানির নিচে অদৃশ্য হয়ে যায়!
এই রাস্তাটি কিছু ঘন্টার জন্য জনসাধারনের জন্য মুক্ত করা হলেও, কিছু সময় পর এটিকে বন্ধ করে দেওয়া হয়। কারন এটি প্রায় সম্পুর্ণ রূপে নদীর মধ্যে নিমজ্জিত হয়ে যায়।
দেখে মনে হবে স্বাভাবিক রাস্তা কিন্তু কিছুক্ষণ পর বুঝতে পারবেন আসল রহস্য। প্রায় সময় পানিতে ডুবে থাকা এই রাস্তাটি প্রতি বছর অনেক প্রাণ কেড়ে নেয়। যত বড় দক্ষ ড্রাইভার আর সাবধানতা মানুন না কেন দিনের নির্দিষ্ট সময়ের জোয়ারের কবলে পড়লে অবস্থা খারাপ।
প্রচণ্ড স্রোতের ধারায় হারিয়ে যেতে পারে যে কোন ধরনের গাড়ি। তাই অনেকটা চ্যালেঞ্জিং এবং সময়ের সদ্ব্যবহার করা দক্ষ ড্রাইভারের পক্ষেই শুধু সম্ভব এই রাস্তা পার করার।
সূত্র:
nisikto.com
studentscaring.com