অপটিক্যাল ইলিউশনস (চোখের ধাঁধা)
উপরের যিনি আমাদের তৈরি করেছেন, তার লীলাখেলা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি, কিছু বুঝি, আর কিছু রয়ে যায় রহস্য। চোখের ব্যাপারটাই ধরুন, কত কি রহস্য যে আছে চোখ নিয়ে।
নীচে অপটিক্যাল ইলিউশনস এর ছবি দিলাম। অনেকের কাছে ব্যাপারটা নতুন ও আনন্দদায়ক হতে পারে।
নীচের দেয়া ছবিটি নির্দেশনা অনুযায়ী দেখুন - নিঃসন্দেহে অবাক হবেন।
ব্যারাক ওবামা ইলিউশনঃ
নীচের নেগেটিভ ছবিটির + চিহ্নটির দিকে একনাগাড়ে ৩০ সেকেন্ড তাকিয়ে থাকুন, এরপর চোখ সরিয়ে সাদা দেয়াল বা কম্পিউটারের স্ক্রিণের আশেপাশে দ্রুত পলক ফেলে কয়েকবার তাকান। ওবামার একটি হাসিমুখের ছবি দেখতে পাবেন, দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকিয়ে পলক ফেলতে থাকলেও অনেকক্ষণ ধরে এই ঘটনা ঘটবে।
| ব্যারাক ওবামা ইলিউশন |