| হাসতে মানা উত্তর কোরিয়ায়। শুক্রবার (১৭ ডিসেম্বর) কিম জং উনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ দিন উত্তর কোরিয়ার কেউ হাসতে পারবেন না, শপিং করতে পারবেন না এমনকি মদপানও নিষেধ। |
হাসতে মানা উত্তর কোরিয়ায়!
শুক্রবার (১৭ ডিসেম্বর) কিম জং উনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১১ দিন উত্তর কোরিয়ার কেউ হাসতে পারবেন না, শপিং করতে পারবেন না এমনকি মদপানও নিষেধ।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়ার খবরে এমনটায় বলা হয়েছে।
এর আগে পোশাক, চুলের ছাঁট, স্টাইল – সব নিয়েই দেশবাসীর উপর কঠোর নিয়ম জারি করে রেখেছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এছাড়াও প্রথম পাঁচ বছরের শাসনকালে মোট ৩৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার অভিযোগ রয়েছে কিমের বিরুদ্ধে।
উত্তর কোরিয়ার প্রাক্তন শাসক কিমের বাবা কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশটিতে ১১ দিনব্যাপী শোকপালন চলবে। আর এ সময়ে দেশটির বাসিন্দারা কেউ হাসতে পারবেন না, মদ্যপানও করতে পারবেন না।
১১ দিনের এ শোক চলা সময়ে নতুন এ নিয়মের ব্যতয় ঘটলে ভোগ করতে হবে কঠিন শাস্তি।
সূত্র:
DesheBideshe