| উনি হলেন নোবেলজয়ী পদার্থবিদ "কিপ থর্ন"। ক্রিস্টোফার নোলান যখন ইন্টারেস্টেলার,টেনেটের মতো সাইন্স ফিকশন মুভি বানান তখন বিজ্ঞানের নানা বিষয়ের নির্ভুলতার জন্য বিখ্যাত এই বিজ্ঞানী সাথে থাকেন। |
ভাবুন তো, একজন ব্যক্তি তার ছোট্ট মেয়েটাকে রেখে মহাকাশ ভ্রমণে বের হলেন আর যখন পৃথিবীতে ফিরে এলেন তখনও সে একজন তড়তাজা যুবক কিন্তু সেই ছোট্ট মেয়েটা ততোদিনে বুড়ো হয়ে মৃত্যুর প্রহর গুনছে। অদ্ভূত, তাই না? অদ্ভূত হলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। অন্ততঃ আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব (Theory of Relativity) আমদের তা-ই বলে। ক্রিস্টোফার নোলানের সায়েন্স-ফিকশন সিনেমা ইন্টারস্টেলারে এমনটিই দেখানো হয়েছে।
নোবেলজয়ী পদার্থবিদ "কিপ থর্ন"।
ক্রিস্টোফার নোলান যখন ইন্টারেস্টেলার,টেনেটের মতো সাইন্স ফিকশন মুভি বানান তখন বিজ্ঞানের নানা বিষয়ের নির্ভুলতার জন্য বিখ্যাত এই বিজ্ঞানী সাথে থাকেন।
৭ নভেম্বর, ২০১৪ তারিখে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন মুভি Interstellar। মুভির পরিচালক ক্রিস্টোফার নোলান গল্পের ভেতর বিজ্ঞানের বিষয়গুলো সত্যের কাছাকাছি রাখতে বিখ্যাত পদার্থবিদ কিপ থর্নের পরামর্শ নিয়েছেন। কিপ থর্ন এই মুভির বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলোকে নির্ভুল করতে সাহায্য করেছেন।
সূত্র:
roar.media
bigganjatra.org