| বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার এবং দূষণমুক্ত শহর রাজশাহী! এই শহর "সিল্ক" নামেও পরিচিত। ওয়াল্ড হেল্থ অরগানাইজেশনের মতে, রাজশাহী শহরে বায়ু দূষণ ৬৭.২% কম৷ |
শহরকে ঘিরেই বর্তমানে সভ্যতা আবর্তিত হচ্ছে। মানুষ দিন দিন শহরকেন্দ্রিক হয়ে পড়ছে। গ্রামে অনেকে দু'দিনের জন্য ঘুরতে পছন্দ করলেও অধিক সুযোগ-সুবিধার কারণেই শহরেই বসবাস করতে চায়। তবে দেশের গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকার সৌন্দর্যের পাশাপাশি মুগ্ধতা ছড়ায় ছোট ছোট শহরগুলো। ছবির মতো সুন্দর এই দেশের সবচেয়ে দৃষ্টিনন্দন শহর গুলোর মধ্যে একটি হচ্ছে রাজশাহী।
পদ্মা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের ৯৭ বর্গকিলোমিটার আয়তনের বিভাগীয় শহর হচ্ছে রাজশাহী।
শুনতে অবিশ্বাস্য মনে হলেও জাতিসংঘের তথ্য (ইউএন ডাটা) মতে, ২০১৬ সালে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণার (পিএম১০ পার্টিকেল) পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সারাবিশ্বে সবচেয়ে এগিয়ে ছিল রাজশাহী। বর্তমানে এই শীর্ষস্থান হারালেও বায়ু দূষণের কবল থেকে অনেকটাই মুক্ত সবুজে ঘেরা রাজশাহী নগরী।
বর্তমানে পরিচ্ছন্ন ও সুন্দর শহর হিসেবে রাজশাহীর সুনাম দেশজুড়ে। এই শহর ‘সিল্ক’ নামেও পরিচিত। এখন এটি দেশের সবচেয়ে কম দূষিত শহর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, রাজশাহী শহরে বায়ু দূষণ ৬৭.২% কম।
রাজশাহী শহর দিন দিন পরিবেশ দূষণ থেকে যতই মুক্তি পাচ্ছে, বিশ্বের কাছে এই শহরের নাম ততই উপরে উঠছে। বাংলাদেশের অন্য নগরীগুলোতেও যদি এভাবে বায়ু দূষণের মাত্রা কমানো যায় তাহলে পুরো দেশটিকেই একদিন নির্মল বায়ুতে পরিপূর্ণ করে তোলা সম্ভব। আমাদের দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বিষয়টি নিয়ে অতিসত্বর কোন ব্যবস্থা গ্রহণ করা উচিত।
সূত্র:
blog.rajshahiad.com
bangla.dhakatribune.com
daily-bangladesh.com