| পৃথিবীতে সকল প্রজাতির পিপড়ার মোট ওজন, সব মানুষের মোট ওজনের চেয়ে বেশি। |
পৃথিবীর সমস্ত পিঁপড়ার একত্রিত ওজন বিশ্বের মানবজাতির ওজনের চেয়েও বেশি হবে। এনিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এডওয়ার্ড ও উইলসন এবং জার্মান জীববিজ্ঞানী বার্ট হোলডোবলার ১৯৯৪ সালে তাদের জার্নি টু দ্য এন্টস বইটিতে একটা গণনার মাধ্য এই দাবি করেছিলেন।
অন্যদিকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ট ল্যাব এবং বিওয়ারস এর বিশেষজ্ঞরা বলছেন, এর কোন বাস্তবিক অনুমান নেই যে কতো সংখ্যক পিঁপড়া আছে পৃথিবী তে, ধরা হয়েছে গড়ে 321,035,624,829,901,000 পিঁপড়া পৃথিবী তে জীবিত, এবং একটা পিঁপড়ার ওজন ১-৫ মিলিগ্রাম হতে পারে, যরা গড় ওজন ধরা হয়েছে 1.5 মিলিগ্রাম বা 0.0000033069 পাউন্ড।
এদিকে এক একটি পিঁপড়ার ওজন মাত্র এক থেকে পাঁচ মিলিগ্রাম। তবে বড় আকারের পিঁপড়াও রয়েছে। তাদের ওজন আরও খানিকটা বেশি। অন্যদিকে, মানুষের ওজন ধরা যাক গড়ে ৬২ কেজি। সেই সময়কার পিঁপড়া আর মানুষের মোট সংখ্যার হিসেব কষে দেখা গেল মাথা ঘুরে যাওয়ার জোগাড়। পৃথিবীর সমস্ত পিঁপড়াকে একসঙ্গে ওজন করা হলে সংখ্যাটা যা দাঁড়াবে, তা নাকি পৃথিবীর সমস্ত মানুষের ওজনের সমান।
সূত্র:
samakal.com
dhakatimes24.com
quora.com