![]() |
| Yohani Begs for Sri Lanka |
বর্তমানে ভয়াবহ সংকটে শ্রীলংকা। ইতোপূর্বে দেশটির সকল মন্ত্রী পদত্যাগ করেছেন, রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ, দ্রব্যমূল্য ছাড়িয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, সবমিলিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে লঙ্কানদের। দেশে চরম অর্থনৈতিক বিপর্যয়ে পরা শ্রীলঙ্কার জন্য অর্থ সহায়তার আবেদন জানিয়েছে মানিকে মাগেহিতে গানের তরুণ শিল্পী yohani de silva
ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাস এর মাধ্যমে সাহায্যের আহ্বান জানান এই গায়িকা। তিনি বলেন, "আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরে ও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবৎ ভারতে আছি। কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা আমার ফেটে যাচ্ছে"।
এছাড়াও নিজ দেশকে স্বর্গ দাবি করে ইউহানি আরো বলেন, "আমি সবসময় বিশ্বাস করি যে কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলংকার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি তাদের অনুভূতিও আমার মতো তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায় আমি আশাকরি ভারত ও বিশ্বজুড়ে আমার এই উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলংকার পাশে দাঁড়াবেন আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত কিন্তু শ্রীলংকার মানুষের এই কঠিন সময়ে সকলের সহায়তা দরকার"।
সহযোগিতার ব্যাপারে বিস্তারিত জানতে ও অর্থ পাঠাতে একটি লিঙ্ক সংযুক্ত করেছে ইয়োহানি। শেষদিকে গায়িকা লিখেছেন "আমি জানি যে সংগীত এমন একটি ভাষা যা আমাদের সবাইকে সার্বজনীনভাবে যুক্ত করেছে আশা করি আমার গান শ্রীলংকার প্রতি আপনাদের সমর্থন জোগাতে সহায়তা করবে"।
