![]() |
| Vivo Y33S |
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড VIVO তাদের নতুন আরেকটি মডেলের স্মার্টফোন আনতে যাচ্ছে। বাংলাদেশের মার্কেটে এই স্মার্টফোনটি চলতি বছরের ২৮ মার্চ লঞ্চ হবে।
যুবকদের আকর্ষণের কমতি নেই এই Y সিরিজের স্মার্টফোন গুলোতে। এতে থাকবে অসাধারণ ফটোগ্রাফির জন্য শক্তিশালী ক্যামেরা, পাওয়ারফুল ব্যাটারি ও এক্সটেন্ডেড RAM 2.0
এই স্মার্টফোনটিতে থাকবে 50 MP এর মেইন ক্যামেরা। যার সাথে থাকবে আরো দুটি সহকারি ক্যামেরা। যারা ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে।
Read also: বিশ্বের সবচেয়ে দূষিত শহর কোনটি - mayabee jagat - মায়াবী জগত
পেছনের ক্যামেরা শেপগুলো থাকবে অসাধারণ ডিজাইনের। যা ফোনটিকে আরো মার্জিত ও প্রিমিয়াম লুক দিবে।
এছাড়াও থাকবে 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি যাকে চার্জ দেওয়ার জন্য থাকবে 18 W এর চার্জার।
Read also: ১০ টি আজব ও মজাদার ফ্যাক্টস যা হয়তো আপনি কখনোই শুনেননি - মায়াবী জগত
শক্তিশালী এক্সটেন্ডেড RAM 2.0 বৈশিষ্ট্যটি অ্যাপগুলো মধ্যে বিরামহীন সুইচ করতে সহায়তা করবে । জানা গেছে যে এই স্মার্টফোনটি দুটি কালার ভেরিয়েন্ট এ আসতে পারে যা হলো মিরর ব্ল্যাক ও স্টারি গোল্ড।
যেহেতু এই স্মার্টফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি। তাই এর স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া সম্ভব হয়নি। ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে এর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে ইনশাআল্লাহ।
তথ্যসূত্র:
unb.com.bd
Keywords:
vivo y33s price in bangladesh, vivo y33s price in bangladesh 2022, vivo y33s 5g price in bangladesh, vivo y33, vivo y33s launch in bangladesh, vivo y33s launch date
