আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য কোন প্রানী দায়ী?

বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য কোন প্রানী দায়ী?
বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যুর জন্য যে প্রানী দায়ী, তা হলো মশা।

মশাসামান্য মশার কামড়কে অনেকে কোনো গুরুত্বই দেন না। যদিও মশা আমাদের কত ক্ষতি করে তা জানলে আপনি হয়ত মশার দিকে আর সেভাবে তাকাবেন না।


মশার আক্রমণে পৃথিবীতে বছরে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা যায়। আর মানুষ হত্যায় দ্বিতীয় শীর্ষ খুনি মানুষ নিজেই।


পৃথিবীতে মানুষের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী প্রাণির নাম মশা। এ প্রাণিটি প্রতিবছর সাড়ে সাত লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি রোগ হয়। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে মশার কারণে জিকা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। এই রোগে আক্রান্ত গর্ভবতী নারীর সদ্যজাত শিশু মাইক্রোসেফেলি রোগে আক্রান্ত হয়।


সূত্র:

jagonews24.com

kalerkantho.com


সার্চ কি-ওয়ার্ড

বাংলাদেশে প্রতিদিন কত মানুষ মারা যায়,কি খেলে তাড়াতাড়ি মৃত্যু হয়,মানুষের বিভিন্ন রোগের নাম,গরুর ভাইরাস জনিত রোগ কি কি,রোগের তালিকা,বিভিন্ন রোগের ছবি,বিভিন্ন রোগের ইংরেজি নাম পৃথিবীতে প্রতিদিন কতজন মানুষ মারা যায়,বিভিন্ন রোগ ব্যাধি ছবি,পানিবাহিত রোগের নাম,সংক্রামক রোগের তালিকা,ম্যালেরিয়া কি ঘটিত রোগ,রোগের নাম ও প্রতিকার,ডাক্তারি ভাষায় রোগের নাম

একটি মন্তব্য পোস্ট করুন