আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন! এখানে আপনি বিজ্ঞান, প্রযুক্তি ও রহস্য বিষয়ক বিভিন্ন তথ্য জানতে পারবেন। Join Now

নোটিশ

এসো, যদি জানতে চাও!

কিছু অবাক করার মত মনস্তাত্ত্বিক ঘটনা!

কিছু অবাক করার মত মনস্তাত্ত্বিক ঘটনা!
কিছু অবাক করার মত মনস্তাত্ত্বিক ঘটনা!

কিছু অবাক করার মত মনস্তাত্ত্বিক ঘটনা!

১) এই লাইনটি পড়ার পর যার কথা মনে হবে, সে আপনার সবচেয়ে কাছের মানুষ।
২) আত্মসম্মানহীন মানুষ অন্যকে নিয়ে বেশি সমালোচনা করে।
৩) ১৫ টি সিগারেট খেলে যা ক্ষতি হয়, সারাদিন একা থাকলে সেই একই ক্ষতি হয়।
৪) ২০ সেকেন্ড ধরে কাউকে জড়িয়ে ধরে থাকার ফলে অক্সিটোসিন নির্গমন হয়, যেটার ফলে তার প্রতি আপনার প্রীতি আগের তুলনায় অনেক বেড়ে যাবে।
৫) ১০ থেকে ১৯ বছর বয়সী ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন সাথে নিয়ে ঘুমায় ।
৬) ডার্ক চকোলেটে এমন একটি রাসায়নিক পদার্থ রয়েছে যা আমাদের দেহে ফিনাইলিথিলামিনে রূপান্তর হয়, এটি মেজাজকে প্রশান্ত করে এবং আপনার চাপকে(স্ট্রেস লেবেল) হ্রাস করে।
৭) ১০ থেকে ১৯ বছর বয়সী ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন সাথে নিয়ে ঘুমায় ।
৮) নেতিবাচক জিনিস লিখে তা ময়লার ঝুড়িতে ফেলা একটি মানসিক কৌশল যা আপনার মেজাজের উন্নতি করতে পারে।
৯) পৃথিবীর ১০ শতাংশ মানুষ বাঁহাতি।
১০) প্রেম সন্ধান সময়ের উপর নির্ভরশীল একটি বিষয়। মনোবিজ্ঞান বলে যে সঠিক ব্যক্তির সন্ধান করা সম্ভব তবে তা আপনার খারাপ সময়ে।
১১) যার হাতের লেখা যত ছোট, সে তত কম কথা বলতে পছন্দ করে।
১২) সূক্ষ্ম বুদ্ধিমত্তা এবং উচ্চ আইকিউ দক্ষতাসম্পন্ন লোকেরা রাত করে ঘুমাতে বেশি পছন্দ করে।
১৩) কাউকে নাম ধরে ডাকলে সে আপনাকে অধিক বিশ্বাস করবে।
১৪) ভাঙ্গা হৃদয়(মনে অধিক কষ্ট) নিয়ে কেউ মারাও যেতে পারে। একে স্ট্রেস কার্ডিওমিওপ্যাথি বলে।
১৫) যখন আপনি আপনার সমস্যার উপর মনোযোগ দিবেন, তখন আরো সমস্যার সম্মুখীন হবেন।
১৬) কোথাও উপেক্ষার স্বীকার হলে মানুষের শরীরে একই ধরণের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যেটা শরীরের কোথাও ব্যাথা পেলে নিঃসৃত হয়৷
১৭) আপনার স্বাক্ষর যত বড়, আপনার আত্মসম্মান তত বেশি।
১৮) যার বয়স যত বেশি, সে তত কম মানুষকে বিশ্বাস করে।
১৯) প্রায় ৬৮% এর মতো মানুষ মিথ্যা ভাইব্রেশন রোগে ভোগে৷ এতে আক্রান্ত হলে আপনার ফোন যখন ভাইব্রেট করবে না তখনও মনে হবে তাতে ভাইব্রেশন হচ্ছে৷
২০) একজন মিথ্যাবাদী আরেকজন মিথ্যাবাদীকে সহজে চিহ্নিত করতে পারে।
২১) অনেকগুলো গবেষণা দ্বারা প্রমাণিত যে মহিলারা কোনো গোপন কথা গড়ে ১৫ মিনিট থেকে ৪৭ ঘন্টা সময়ের মধ্যে প্রকাশ করে দেয়৷
২২) চোখ বন্ধ করে কোন কথা শুনলে তা বেশিক্ষণ মনে রাখা যায়।
২৩) মহিলারা একটি কথাকে গড়ে ৪৮ ঘণ্টা গোপন রাখতে পারে।
২৪) আপনি যদি আপনার প্রিয় গানটিকে মোবাইলের এলার্ম হিসেবে সেট করেন তাহলে কিছুদিনের ভিতর সেটাকে আপনি অপছন্দ করতে শুরু করবেন৷
২৫) সবচেয়ে সাধারণ মিথ্যা কথা হলো : আমি ভালো আছি। আপনি যত বেশি জানবেন, ততই মনে হবে কিছুই জানেন না।

আপনি কি লক্ষ্য করেছিলেন যে প্রথমের ছবিটিতে ছেলেটির হাত নড়ছে?

সূত্র:
quora.com
ছবির উৎস:
tenor.com

একটি মন্তব্য পোস্ট করুন