পৃথিবী নামক এই বিশাল “মায়াবী জগত” “MayaBee Jagat” নানান রহস্যে ঘেরা, উপরের যিনি পৃথিবী ও আমাদের তৈরি করেছেন, তার লীলাখেলা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি, কিছু বুঝি, আর কিছু রয়ে যায় রহস্য। “মায়াবী জগত” “MayaBee Jagat” এর এই রহস্যকে বৈজ্ঞানিক চিন্তা ধারার মাধ্যমে উদঘাটন করছে মানুষ নামক জীব। আর এই উদঘাটন কৃত রহস্য এগুলো সুন্দরভাবে তুলে ধরবো আপনাদের কাছে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে। এজন্য অবশ্যই আমাদের পাশে থাকুন।
ব্যাথা নিবারক ছাড়া অস্ত্রোপচার! আগেকার সময়ে মনে করা হতো, শিশুদের স্নায়ুতন্ত্র পরিপক্ক না হওয়ায় তারা ব্যথা অনুভব করে না। তাই তখন শিশুদের ওপেন হার্ট সার্জারি সহ কতিপয় অস্ত্রোপচার করা হত কোন প্রকার ব্যথা নিবারক বা অ্যানেস্থেশিয়া ছাড়াই।
1980 এর দশকের আগে, চিকিৎসকরা নবজাতকের অ্যানেশথেথিক বা ব্যথার ওষুধ না দিয়ে সার্জারি করতো। চিকিৎসকরা ভেবেছিল বাচ্চারা ব্যথা অনুভব করতে সম্পূর্ণ অক্ষম। তবে তারা জানতেন না যে নবজাতকরা কতটা ব্যথা অনুভব করতে পারে।